বাংলাদেশ

বেনাপোলে গাঁজা ব্যবসায়ী আটক

মসিয়ার রহমান কাজল, বেনাপোল প্রতিনিধি: ভারত থেকে পাচার করে এনে শরীরের বেঁধে দেশের অভ্যন্তরে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় মোঃ ইমাদুল ইসলাম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।মঙ্গলবার(৩ ডিসেম্বর) রাত ৯ টার দিকে বেনাপোল প্রাইমারি স্কুল এলাকা থেকে ওই গাঁজা ব্যবসায়ীকে আটক করা হয়। আটক গাঁজা ব্যবসায়ী যশোরের বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা এলাকার মানকিয়া গ্রামের তাহাজ্জুত ইসলামের ছেলে। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি বেনাপোল প্রাইমারি স্কুল এলাকা দিয়ে একজন মাদক ব্যবসায়ী গাঁজার চালান নিয়ে যশোরের দিকে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ইমদাদুল নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করে ক্যাম্পে নিয়ে তার শরীরে অভিনব কৌশলে কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় গাঁজা উদ্ধার করা হয়। পরে কসটেপ কেটে তার মধ্যে তল্লাশি করে দুই কেজি গাঁজা পাওয়া যায়।তাকে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

 

Related Articles

Back to top button