বাংলাদেশ

বিমানবন্দরে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে ডাকাতির চেষ্টা, তিন ডাকাত আটক

টাইমস ২৪ ডটনেট:রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে এক প্রবাসীর কাছ থেকে ডাকাতির চেষ্টার অভিযোগে তিন ডাকাতকে আটক করে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটককৃতরা হলেন মো. মাকসুদ, আসাদুল হক ও পুশিদার হোসেন। বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার এহসানুল কামরান তানভীর আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার রাত সোয়া ৮টার দিকে বিমানবন্দরের ১ নম্বর ও ২ নম্বর টার্মিনালের সামনে গাড়ি পার্কিং এলাকায় এক প্রবাসীর কাছ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে তিন ব্যক্তি ডাকাতির চেষ্টা করে। তবে তারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নয় তা বুঝতে পারলে পালানোর চেষ্টা করে। এ সময় ডাকাত দলের গাড়ির আঘাতে ঘটনাস্থলে কয়েকজন আহত হন।

এপিবিএন- এর এই কর্মকর্তা জানান, তিন ডাকাতকে আটক করা হয়েছে। তাদের কাছে থাকা একটি গাড়ি জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ডাকাত দলের সদস্যরা জানিয়েছে, তারা দীর্ঘ দিন ধরেই বিমানবন্দর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে প্রবাসীদের কাছ থেকে স্বর্ণসহ মূল্যবান জিনিসপত্র ডাকাতি করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Related Articles

Back to top button