বাংলাদেশ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃক নিরাপত্তা সপ্তাহ উদযাপন

টাইমস ২৪ ডটনেট:সম্মানীত যাত্রীবৃন্দ ও বিমানকর্মীদের মাঝে নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃক ২ ডিসেম্বর থেকে ৪ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত সিকিউরিট উইক (নিরাপত্তা সপ্তাহ) উদযাপন করছে। বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মোঃ সাফিকুর রহমান প্রধান কার্যালয় বলাকায় ০২ ডিসেম্বর ২০২৪ তারিখ ফিতা কেটে নিরাপত্তা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় বিমানের পরিচালকবৃন্দ, উর্ধতন কর্মকর্তাবৃন্দসহ নিরাপত্তা বিভাগের সদস্যগণ উপস্থিত ছিলেন।

বিমানের মহাব্যবস্থাপক নিরাপত্তা মেজর মাহমুদুল হাসান বিমানের নিরাপত্তা বিভাগের কার্যক্রম ও নিরাপত্তা সপ্তাহের সার্বিক বিষয় উপস্থাপন করেন। তিনি জানান, বিমানের নিরাপত্তা বিভাগ সুনামের সাথে যাত্রীদের ব্যাগেজ, কার্গোপণ্য, এয়ারক্রাফট ও স্থাপনার নিরাপত্তা প্রদান করে থাকে। অত্যাধুনিক বডি ক্যামেরা ও সিসিটিভি সার্ভেইলেন্সের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হয়। এছাড়াও উড়োজাহাজ থেকে যাত্রী নামার পর কেবিন চেক করে যাত্রীদের ভুলে ফেলে যাওয়া মূল্যবান সামগ্রী উদ্ধার করে সম্মানীত যাত্রীবৃন্দকে ফেরত প্রদান করা হয়। নিরাপত্তা বিভাগ বিমানের পাশাপাশি অন্যান্য এয়ারলাইন্সকে নিরাপত্তা সংক্রান্ত সেবা প্রদানের মাধ্যমেও উল্লেখযোগ্য রাজস্ব আয় করে থাকে।
নিরাপত্তা সপ্তাহ উপলক্ষ্যে বিমান নিরাপত্ত বিভাগ বিমানবন্দরে ও বিমানের বিভিন্ন স্থাপনায় সম্মানিত যাত্রীদেরকে এবং বিমানকর্মীদের মাঝে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে ব্রিফিং ও লিফলেট বিতরণ করছে এবং স্ট্যান্ডি ও ব্যানার স্থাপন করেছে।

 

Related Articles

Back to top button