জাতীয়

রাশিয়ার, ইউক্রেনের ৫শ সেনা নিহত

টাইমস ২৪ ডটনেট: রাশিয়ার সশস্ত্র বাহিনী দোনেৎস্ক পিপলস রিপাবলিকের (ডিপিআর) পেত্রোভকা এবং ইলিনকা অঞ্চল মুক্ত করেছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এসব এলাকায় সংঘর্ষে ইউক্রেনের পাঁচ শতাধিক সেনা নিহত হয়েছেন।রোববার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, রুশ বাহিনীর ব্যাটলগ্রুপ সাউথ ইলিনকা এবং ব্যাটলগ্রুপ সেন্টার পেত্রোভকা মুক্ত করেছে।এছাড়া রুশ বাহিনী ইউক্রেনীয় সামরিক বিমানবন্দরের অবকাঠামো, ড্রোন অ্যাসেম্বলি স্থাপনা এবং অস্ত্রাগারেও হামলা চালিয়েছে।বিবৃতিতে বলা হয়েছে, রুশ বাহিনী ইউক্রেনের সামরিক বিমানবন্দর, ড্রোন তৈরির কারখানা এবং ১৩৬টি এলাকায় শত্রুর জনবল ও সরঞ্জামে আঘাত হেনেছে।গত ২৪ ঘণ্টায় রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৫৫টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, এ নিয়ে বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ইউক্রেনের ৬৪৯টি বিমান, ২৮৩টি হেলিকপ্টার, ৩৭,০১৩টি ড্রোন, ৫৮৬টি অ্যান্টি-এয়ারক্রাফ্ট মিসাইল সিস্টেম, ১৯,৫৭৭টি ট্যাংক এবং সাঁজোয়া যান ধ্বংস করা হয়েছে।
ব্যাটলগ্রুপ ইস্ট ডিপিআরের ভেলিকায়া নোভোসেলকা, রাজলিভ এবং নোভি কোমার এলাকায় ইউক্রেনের ৩২তম মেকানাইজড ব্রিগেড এবং ২৪১তম টেরিটোরিয়াল ডিফেন্স ব্রিগেডকে পরাস্ত করেছে।
এসব অভিযানে ইউক্রেনের ১০০ সেনা নিহত, একটি ইউএস-নির্মিত এইচএমএমডব্লিউভি ট্রাক, ৫টি যান, একটি ১৫২ মিমি আকাটসিয়া এবং একটি ১২২ মিমি ডি-২০ হাউইটজার ধ্বংস হয়েছে।ব্যাটলগ্রুপ ওয়েস্ট ইউক্রেনের ১৪তম মেকানাইজড ব্রিগেড, ৩য় ট্যাংক ব্রিগেড এবং ১১৩ ও ১১৭তম টেরিটোরিয়াল ডিফেন্স ব্রিগেডের ১১টি পাল্টা আক্রমণ প্রতিহত করেছে।এছাড়াও রুশ বাহিনীর এসব সামরিক অভিযানে ইউক্রেনের ৫০০ সেনা নিহত, ২টি পিকআপ ট্রাক ধ্বংস, একটি এনক্লাভ-এন ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্টেশন ধ্বংস ও ৪টি অস্ত্রাগার ধ্বংস হয়েছে।
এদিকে খারকভ অঞ্চলে রাশিয়ার ব্যাটলগ্রুপ নর্থ ইউক্রেনের ৯২তম এয়ারবর্ন ব্রিগেড এবং ৫৭তম ও ৫৮তম মেকানাইজড ব্রিগেডের দুইটি পাল্টা আক্রমণ প্রতিহত করেছে।আর ব্যাটলগ্রুপ দিনিপ্রের আক্রমণে ৮৫ জন ইউক্রেনীয় সেনা, ৩টি যানবাহন, একটি বৈদ্যুতিক যুদ্ধ স্টেশন এবং ২টি অস্ত্রাগার ধ্বংস করেছে।মোটকথা, গত ২৪ ঘণ্টায় রাশিয়ার বিশেষ সামরিক অভিযান ডিপিআরের বিভিন্ন অঞ্চলে সাফল্যের মুখ দেখেছে এবং ইউক্রেনীয় বাহিনীর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি ঘটিয়েছে। অঞ্চলগুলোতে রুশ বাহিনীর অগ্রগতি আরও নিরাপত্তা এবং স্থিতিশীলতা নিশ্চিত করছে। সূত্র: তাস

Related Articles

Back to top button