বাংলাদেশ

সাভারে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আমান উল্লাহ পাটওয়ারী সাভার (ঢাকা) থেকে বিশেষ প্রতিনিধি টাইমস ২৪ ডটনেট: জুলাই-আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে ”শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট”-২০২৪ শনিবার বিকেলে পৌর এলাকার সাভার মিনি স্টেডিয়াম বংশী নদীর পাড় (মানু মিয়ার বাড়ীর পাশে) উদ্বোধন করেছেন সাবেক সংসদ সদস্য ঢাকা-১৯ (সাভারÑআশুলিয়া) ও বিএনপি নেতা ডা: দেওয়ান মো: সালাউদ্দিন বাবু। উদ্বোধনী দিনে জিরাবো পোর্টিংক্লাব বনাম বিকে স্পোটিং ক্লাব (বলিয়ারপুর-কোন্ডা) খেলায় অংশ গ্রহন করেন। ফিফা তালিকা ভুক্ত রেফারী আনিসুর রহমান সাগরের পরিচালনায় উদ্বোধনী দিনে বিকে স্পোটিং ক্লাব- ০২ গোল ও জিরাবো স্পোটিং ক্লাব – ০১ গোল করেন। বিজয়ী দল বিকে স্পোটিং ক্লাবের খেলোয়ার আশিক ম্যান অব দ্যা ম্যাচ হন। জিরাবো ¯েপার্টিং ক্লাবে মামুন,ইব্রাহীম ও মুসা নামের ৩ জন নাইজেরিয়ান বিদেশী খেলোয়াড় অংশ গ্রহন করেন। এ টুর্নামেন্ট মোট ৮টি দল অংশ গ্রহন করেন। আগামী ১৩ ডিসেম্বর রোজ শুক্রবার একই স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম,সাভার উপজেলা পরিষদের সাবেক (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ও বিএনপি নেত্রী মিনি আক্তার উর্মি,সাভার পৌর সভার বিএনপি’র সাধারণ সম্পাদক বদিউজ্জামান ভিপি বদির,সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ আব্দুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য ৩৬ জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুথানে সাভার-আশুলিয়ায় ৪৩ জন শহীদের ছবিসহ নামের তালিকা স্টেডিয়ামের চার পাশে সাঁটিয়ে দেয়া হয়।

Related Articles

Back to top button