বাংলাদেশ

পত্রিকার আগে অনলাইনে ‘ডিকে নিউজ’

টাইমস ২৪ ডটনেট: শুরু হলো ‘ডিকে নিউজ’র অনলাইন যাত্রা। পত্রিকা হিসেবে প্রকাশের আগে অনলাইন ভার্সন দিয়ে ভালো অবস্থান তৈরি করতে চান সংশ্লিষ্টরা।ত্যনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে রাজধানীর রামপুরা বনশ্রী অটোগ্রাফ লাইভ মিউজিক ক্যাফেতে ফারজানা লাইজুর সঞ্চালনায় ডিকে নিউজ এর আনুষ্ঠানিক ঘোষণা করেন পত্রিকাটির প্রকাশক মোঃ সাকিবুর রহমান চৌধুরী ও সম্পাদক আবু রায়হান অর্নব।উৎসবমুখর পরিবেশে আগত অতিথিদের উপস্থিতিতে লোগো উন্মোচন ও নাম ঘোষণা করা হয়। দল ও মতের উর্ধ্বে থেকে সত্যনিষ্ঠ ও বস্তুনির্ভর সংবাদ প্রকাশের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানান সাকিব চৌধুরী। এজন্য সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত বক্তব্য রাখেন ছিলেন  বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সমাজ কর্মী, ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকরা।

অনুষ্ঠান শেষে পত্রিকাটির সাফল্য কামনা করে দোয়া করা হয়।

ডিকে নিউজে যারা আছেন,উপদেষ্টা শাহাবুদ্দিন সিকদার , উপদেষ্টা ড. কামরুল হাসান, উপদেষ্টা ব্যারিস্টার সাইফুর রহমান, আইন উপদেষ্টা এ্যাডঃ ইব্রাহিম খলিল রানা, উপদেষ্টা খাদিজা বেগম কান্তা,সাংস্কৃতিক উপদেষ্টা শোয়েব হোসেন, মানবসম্পদ বিভাগে মোসারফ হোসাইন খান শাওন, বার্তা সম্পাদক ইমতিয়াজ চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক,এইচ আর এ আরিফুজ্জামান জিকো,নিবন্ধে ফারজানা লাইজু, সহ-বার্তা সম্পাদক মাহমুদা ফেরদৌস মুন, বিনোদনে ইব্রাহিম আদাম মিশু, সহ-সম্পাদক হিসেবে রওনক হোসাইন, ডিরেক্টর নুর নাহার লিজা।

ডিকে নিউজ শিগগিরই পুরোদমে আসছে বলে জানান তারা।

Related Articles

Back to top button