বাংলাদেশ

বেবিচকে ‘Budget Module Pre-launching Consultation’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

টাইমস ২৪ ডটনেট:২১ নভেম্বর ২০২৪ তারিখে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর সদর দপ্তরে অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় এর মনিটরিং সেল কর্তৃক আয়োজিত ‘Budget Module Pre-launching Consultation’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মঞ্জুর কবীর ভূঁইয়া, ওএসপি, বিইউপি, এনডিসি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি (Air Vice Marshal Md Monjur Kabir Bhuiyan, OSP, BUP, ndc, nswc, afwc, psc)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচক এর সদস্য (অর্থ), (অতিরিক্ত সচিব) এস এম লাবলুর রহমান, অর্থ বিভাগ এবং অর্থ মন্ত্রণালয় এর মনিটরিং সেল এর অতিরিক্ত সচিব হোমায়রা বেগম ও অতিরিক্ত মহাপরিচালক-১ (যুগ্ম সচিব) মোঃ আমিরুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় এর মনিটরিং সেল এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) নাসরিন সুলতানা।

কর্মশালাটি দুটি সেশনে অনুষ্ঠিত হয়, যেখানে বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা সংশ্লিষ্ট বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে সময়োপযোগী এমন কর্মশালা আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। অতঃপর তিনি বলেন বাজেট অটোমেশনের ওপর এই কর্মশালা আমাদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি কাজে স্বচ্ছতা ও গতিশীলতা আনবে, যা সম্মিলিত অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উক্ত কর্মশালায় আরো উপস্থিত ছিলেন, বেবিচক এবং অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ।

 

Related Articles

Back to top button