টাইমস ২৪ ডটনেট: রাশিয়ার হুঁশিয়ারি সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সরবরাহ দেয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভিতরে হামলা করেছে ইউক্রেন। একদিন আগে ইউক্রেনকে এমন হামলার অনুমতি দেয় ওয়াশিংটন। মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, মঙ্গলবার সকালে রাশিয়ার ব্রায়নস্ক অঞ্চলে আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম (অ্যাটাকমস) ব্যবহার করে এই হামলা করেছে ইউক্রেন। এর মধ্যে ৫টি ক্ষেপণাস্ত্রকে ভূপাতিত করা হয়েঠে এবং একটি ক্ষতিগ্রস্ত করেছে। এতে ওই অঞ্চলে একটি সামরিক স্থাপনায় আগুন ধরে যায়। আন্তর্জাতিকভাবে স্বীকৃত রাশিয়ার ভূখণ্ডে এটাই প্রথম দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা। এর আগে সোমবার মস্কো হুঁশিয়ারি দিয়েছে। তারা বলেছে, যেকোন ধরনের হামলা হলে তার দ্রুত এবং উপযুক্ত জবাব দেয়া হবে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে আরও বলা হয়, একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসস্তূপ পড়ে সৃষ্ট অগ্নিকাণ্ড দ্রুততার সঙ্গে নিভিয়ে ফেলা হয়। ফলে কোনো মানুষ মারা যাননি। এর আগে ইউক্রেনের সেনাবাহিনী নিশ্চিত করে যে, তারা রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে একটি অস্ত্রের গুদামে হামলা করেছে। তবে এতে অ্যাটাকমস ব্যবহার হয়েছে কিনা সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু বলেনি। তারা আরও বলে, সীমান্তের কাছে কারাচেভ শহর থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে একটি অস্ত্রের গুদামে হামলা করেছে তারা। তাতে ১২টি বিস্ফোরণ ঘটেছে। ওদিকে মঙ্গলবার শুরুর দিকে রাশিয়ার পারমাণবিক অস্ত্র বিষয়ক নীতিতে পরিবর্তন অনুমোদন করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।