মো. আ. জব্বার, টাইমস ২৪ ডটনেট, ফুলবাড়ীয়া থেকে : অমর একুশে বইমেলা-২০২৫ এ প্রকাশিত হবে ফুলবাড়ীয়ার তরুণ কবি হাফিজুর রহমান এর “যে বিষে বিষ নেই” বইটি। বইটি প্রকাশ করেবে প্রিয় বাংলা প্রকাশনী। পাওয়া যাবে মেলার প্রিয় বাংলা স্টলে।
৬৪ পৃষ্ঠার বইটি মূল্য ২০০ টাকা মাত্র। বইটির প্রচ্ছদ করেছেন এস এম জসিম ভূঁইয়া।তরুণ লেখক হাফিজুর রহমান এর বাড়ী ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলাধীন রাঙ্গামাটিয়া ইউনিয়ের আনুহাদী গ্রামে। তিনি মো. জসীম উদ্দীন ও হামিদা দম্পতির ৫ম সন্তান। তিনি ১৯৯৭খ্রিস্টাব্দে পহেলা ফেব্রুয়ারী সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
আনুহাদী সরকারী প্রাথমিক বিদ্যালয় পাশ করার পর তিনি পলাশীহাটা ইসলামীয়া দাখিল মাদ্রাসা থেকে দাখিল ও কেশরগঞ্জ ডিগ্রী কলেজ থেকে এইচ.এস.সি পাশ করেন। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজকর্ম বিভাগে বি.এস.এস এবং এম.এস.এস পাশ করেছেন।
সেই কিশোরকাল থেকেই কবিতা লিখতে পছন্দ করতেন। রাগ, অভিমান, ভালোবাসা- সব কিছুই তিনি জমাতেন কাগজের পৃষ্ঠায়, ডায়েরিতে লেখালেখি তার কাছে ছিল সাধনা। সেই সাধনায় ব্রতী দীর্ঘদিন। কবি হয়ে ওঠার সাধনায় এগিয়ে যাচ্ছেন একটু একটু করে। এর আগে ২০২৪ সালের বইমেলায় ৪০১ ও ৪০২নং স্টলে কবির প্রথম লেখা ”বৃষ্টিস্নাত রক্তজবা” কবিতার বই প্রিয় বাংলা প্রকাশন কর্তৃক প্রকাশিত হলে পাঠক সমাদৃত হয়।“যে বিষে বিষ নেই” কবির দ্বিতীয় বই।তরুণ কবি হাফিজুর রহমান লেখালেখি নিয়েই কাটাতে চান বাকি জীবন। সাহিত্য নিয়ে গবেষণা করার ইচ্ছেও রয়েছে তাঁর। তিনি সকলের নিকট দোয়া কামনা করেছেন।