টাইমস ২৪ ডটনেট, ঢাকা: রাজধানী উত্তরায় ১২ নম্বর সেক্টরের খালপাড় এলাকায় অবৈধ ভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজউক। মঙ্গলবার বেলা ১০ টায় অভিযানে কথা থাকলেও দুপুর ২টায় অভিযান শুরু করে রাজউক। বিকাল চারটায় অভিযানটি শেষ হয়। উত্তরা তৃতীয় প্রকল্প চারদিনের অভিযানে আজ দ্বিতীয় দিন খালপাড় সড়কের দক্ষিণ পাশ থেকে দিয়াবাড়ি গোলচত্বর পর্যন্ত অভিযান প্রায় শতাধিক দোকানপাট, হোটেল, চাকার দোকান ও গাড়ির গ্যারেজ বিভিন্ন স্থাপনা ঘুরিয়ে দেয়া হয়।
এসময় সাধারণ মানুষের তোপের মুখে রাজউকের সড়কে অবৈধ ভাবে গড়ে ওঠা নির্মানাধীন পাকা ভবন গুঁড়িয়ে দেয় রাজউক কর্তৃপক্ষ। অভিযানে অবৈধ সুবিধাভোগী কাউকে চিন্যিত করতে নাপাড়ায়, কোন জেল জরিমানা করা হয়নি।