চলতি সংবাদ

অবশেষে খাদ্য সচিব ও খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের সহোযোগিতায় সিন্ডিকট মুক্ত

রাজু খান,টাইমস ২৪ ডটনেট, ঢাকা : গত ২৯ অক্টোবর সচিব মহোদয় নভেম্বর -২০২৪ এর চাল আটা বিক্রির অনুমোদন প্রদান করেন এবং ৩১ অক্টোবর মহাপরিচালক সকল জেলায় তা এন্ডোস করে প্রেরন করেন।বর্তমান সচিব খাদ্য মন্ত্রনালয়ে যোগদানের পর থেকেই সকল অনিয়ম দূর করার চেষ্টা করে যাচ্ছে।যার ফলশ্রুতিতে তিনি সাবেক সচিব ইসমাইল হোসেন (সরকার দুর্নীতির জন্য চাকরি থেকে অব্যাহতি প্রদান করেন)এর জারি করা অবৈদ পরিপত্র বাতিল করে বেসরকারী ময়দার মিলে গম বরাদ্দের অনুমোদন করেন।তিনি ২৯ তারিখ গম বরাদ্দের যে অনুমোদন প্রদান করেন তাতে শর্ত প্রদান করেন “বেসরকারী ময়দার মিলে সরকারী গম বরাদ্দ নীতিমালা-২০২২ (সংশোধিত) আবশ্যিক ভাবে অনুসরণ করতে হবে।কিন্তু এ আদেশ মানতে নারাজ হন নারায়নগন্জের গম খেকো জসিম ও মোঃ সোহাগ।তার সাথে তাল বেয়ে যান সরবরাহ বন্টন ও বিপনন বিভাগের পরিচালক।

তিনি এ আদেশ ঠেকানোর জন্য অনেক চেষ্টা করেন এবং ৫ নভেম্বর পর্যন্ত ইচ্ছা করে গম বরাদ্দ প্রদান আটকে রাখেন।তিনি জসিম(গম চোর ও দুদকে ৫০০ কোটি টাকার সরকারী গম আত্নসাৎ নিয়ে তদন্ত চলমান)ও খাদ্য অধিদপ্তরের মূকটহীন সম্রাট মোঃ সোহাগকে সাবেক সচিবের নীতিমালা বহিভূত ঢাকা মহানগর ও অন্যান্য জেলায় গম বরাদ্দ প্রদানের জন্য সকল আয়োজন করেন এবং এমনকি হাইকোর্টে রিট পিটিশন পর্যন্ত দাঁয়ের করাতে উদবৌদ করান ।এর জন্য তিনি গম বরাদ্দের সময় ক্ষেপন করতে থাকেন।কিন্তু সচিব ও মহাপরিচালক এআওয়ামী দোসর শামীম ওসমানের লোকজনের চাঁপের কাছে মাথা নত করেননি ।তারা তাদের সিদ্ধান্তে অনড় থাকেন এবং ৬ নভেম্বর ২০২৪ তারিখ “বেসরকারী ময়দার মিলে সরকারী গম বরাদ্দ ২০২২ (সংশোধিত)”অনুসরন করে ঢাকা মহানগর ও শ্রমগন সকল জেলায় গম বরাদ্দ করেন।এর মধ্যে দিয়ে খাদ্য অধিদপ্তর কলংক মুক্ত হল এবং নারায়নগন্জ সিন্ডিকেট মুক্ত হল ঢাকা মহানগর সহ সকল শ্রমঘন জেলা।

এ উদ্যেগকে ঢাকা মহানগর ও শ্রমঘন জেলার মিলাররা সাধুবাদ জানিয়েছে ।সচিব ও মহাপরিচালকের এ কর্মকান্ডের জন্য মিলাররা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ।এক জন মিলার বলেন -সচিব মহোদয় ও মহাপরিচালক মহোদয়ের এ উদ্যেগের মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠিত হল এবং খাদ্য মন্ত্রনালয় ও খাদ্য অধিদপ্তর আওয়ামী দোসর মুক্ত হল ।তিনি আরও বলেন আমরা আশা করি সচিব মহোদয় ও মহাপরিচালক মহোদয় সর্বসময় ন্যায় ও সত্যের পক্ষে ই থাকবে।আমরা তার উওর উওর মঙ্গল কামনা করি এবং দোয়া করি তারা যেন সবসময় সুস্হ থাকেন।

Related Articles

Back to top button