বাংলাদেশ

টঙ্গী প্রেসক্লাবের নির্বাচন কমিশনারদের পরিচিত সভা অনুষ্ঠিত

টাইমস ২৪ ডটনেট, টঙ্গী থেকে: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সাংবাদিক, ছাত্র জনতার স্মরণে দোয়া মাহফিল এবং টঙ্গী প্রেসক্লাবের আসন্ন নির্বাচন উপলক্ষে নবগঠিত তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের পরিচিত সভা গতকাল সকাল ১১ টায় টঙ্গী প্রেসক্লাবের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
এ অনুষ্ঠানে টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এমএ হায়দার সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ কালিমুল্লাহ ইকবালের সঞ্চালনায় উপস্থিত ছিলেন টঙ্গী প্রেসক্লাবের নবগঠিত প্রধান নির্বাচন কমিশনার টংগী সরকারি কলেজের অধ্যাপক ড. মোঃ আবুল কালাম আজাদ। কমিশনার টঙ্গী দারুল ইসলাম ট্রাষ্ট আবাসনের নির্বাহী সদস্য মোঃ নেয়ামত উল্লাহ শাকের, কমিশনার টঙ্গী প্রেসক্লাবের সদস্য এস,এস কামাল হোসেন। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিষয়ে বক্তব্য রাখেন ছাত্রনেতা মোঃ মোজাম্মেল হক, মোঃ ইসমাইল, সাব্বির হোসেন, মহসিন, টঙ্গী প্রেসক্লাবের কোষাধক্ষ্য হাসান মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক,রেজাউল কবির রাজীব সহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ। এ সময় অনুষ্ঠানে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রধান নির্বাচন কমিশনার পরিচিতি অনুষ্ঠানের পর তিনি বলেন, সাংবাদিকরা জাতির বিবেক সাংবাদিকদের সংগঠন ঐতিহ্যবাহী টঙ্গী প্লেসক্লাব আমাকে নির্বাচন পরিচালনার জন্য দায়িত্ব দেয়া হয়েছে। আমি যেন সকল সাংবাদিকদের অংশগ্রহণে একটি সুন্দর সফল নির্বাচন উপহার দিতে পারি ক্লাবের সকাল সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি। গ্রহণের পরিচিত সভা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সাংবাদিক, ছাত্র জনতার স্মরণে দোয়া পাঠ করা হয়।

Related Articles

Back to top button