বিনোদন

‘আওয়াজ উডা’ কেন হলো ‘আওয়াজ উড়া’!

টাইমস ২৪ ডটনেট: জুলাই বিপ্লব নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতে চলেছে শিল্পকলা একাডেমি। যার নাম ‘আওয়াজ উড়া’। একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় ৮ নভেম্বর সন্ধ্যা ৬টায় শিল্পকলার নন্দনমঞ্চে অনুষ্ঠিত হবে এই আয়োজন।যেখানে সরাসরি গাইবেন আলোচিত র‌্যাপার হান্নান। বিপ্লবকালে ‘আওয়াজ উডা’ নামের গান বেঁধে যিনি খেটেছেন জেলও।কিন্তু শিল্পকলার এই আয়োজনের নাম নিয়ে খানিক বিভ্রান্তি তৈরি হয়েছে শ্রোতা মনে। অনেকেরই প্রশ্ন, তবে কি আমরা এতদিন ভুল শুনেছি বা জেনেছি! তা না হলে ‘উডা’ (ওঠাও) কেন ‘উড়া’ (ওড়াও) হয়ে গেলো! নাকি শিল্পকলা ভুল করছে! একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহ্জাবীন রহমান এ প্রসঙ্গে নিজেদের ব্যাখ্যা তুলে ধরেন। বলেন, ‘‘যে গানটির কথা বলছেন, সেই র‍্যাপার হান্নানও গাইছেন এই আয়োজনে। আন্দোলনের সময় গানে গানে ‘আওয়াজ উডা’ বলে তিনি যে আওয়াজ তুলেছিলেন, সেই আওয়াজটিকেই আমরা এবার আকাশে ওড়াতে চাই। যেন এই আওয়াজ ছড়িয়ে পড়ে সর্বত্র। ফলে আমরা গানের শব্দটি হুবহু কপি করিনি। এই ভাবনা থেকেই আমরা আয়োজনের নাম রেখেছি ‘আওয়াজ উড়া’।’’সঙ্গে এই পরিচালক জানালেন ‘আওয়াজ উড়া’ আয়োজনের কারণও। তিনি বলেন, ‘ঐতিহাসিক জুলাই অভ্যুত্থান থেকে জন্ম নেওয়া দৃঢ়তা ও আশার চেতনা নিয়ে এই সন্ধ্যায় আমরা শ্রদ্ধা জানাবো জনগণের কণ্ঠস্বরকে, তারুণ্যের দীপ্ততাকে, আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের বৈচিত্র্যকে এবং সেই নতুন দিগন্তকে, যার ওপর আজ আমরা দাঁড়িয়ে আছি।’গণ-অভ্যুত্থানের গান দিয়ে সাজানো এই অনুষ্ঠান উদ্বোধন করবেন মোহাম্মদ আশরাফুল (বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী ব্যক্তি); বিশেষ অতিথি হিসেবে থাকবেন সামসি আরা জামান (বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত তাহির জামান প্রিয়র মা)। সভাপতিত্ব করবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ; স্বাগত বক্তব্য রাখবেন একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহ্জাবীন রহমান।

এই কনসার্টে আরও গান পরিবেশন করবেন আদিবাসী গানের দল ‘এফ মাইনর’ সদস্যরাসহ অনেকে।

Related Articles

Back to top button