বাংলাদেশ

সাভারে অবৈধ ৮ টি সিসা কারখানা গুড়িয়ে দেয়া হয়েছে

পরিবেশ দূষণের অভিযোগ

আমান উল্লাহ পাটওয়ারী, টাইমস ২৪ ডটনেট, বিশেষ প্রতিনিধি, সাভার (ঢাকা): সাভারে অবৈধ ভাবে গড়ে উঠা ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির ৮ টি কারখানা ভেকু দিয়ে মঙ্গলবার গুড়িয়ে দেয়া হয়েছে। এ সময় একটি ইট ভাটায়ও অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। কারখানা গুলোর বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগ ছিল। সকাল থেকে দুপুর পর্যন্ত সাভারের আমিনবাজারের উত্তর কাউন্দিয়া মৌজায় এ অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা র্( ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবুবকর সরকার। এ ঘটনায় সিসা কারখানা ও ইট ভাটারসহ ৪ জন কে আটক করা হয়। মেসার্স হোম ব্রিকস কে ৫ লাখ টাকা ও ৩টি সিসা কারখানা কে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। ইট ভাটা ম্যানেজার জাকির হোসেন,সহকারী ম্যানেজার মোক্তারকে নগদ অর্থ জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদন্ড ও সিসা কারখানার আটককৃতদেরও নগদ অর্থ জরিমানা অনাদায়ে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। পরিবেশ দূষণের অভিযোগে দীর্ঘদিন পর অভিযান পরিচালনা করায় স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেন।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু বকর সরকার জানান,প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সেখানে দীর্ঘদিন ধরে পরিবেশ দূষণ করে ব্যাটারি গলিয়ে রাতের আধারে সিসা তৈরির কারখানা চলছে এমন অভিযোগে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সব অবৈধ কারখানার বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। এ সময় আরো উপস্থিত ছিলেন- সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রাসেল ইসলাম নূর,ও আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) বাসিত ছাত্তার ।

 

Related Articles

Back to top button