বাংলাদেশ

সাভারে ভেজাল শিশু খাদ্য কারখানায় অভিযান

আমান উল্লাহ পাটওয়ারী, টাইমস ২৪ ডটনেট, সাভার (ঢাকা) থেকে: সাভারে বিএসটিআই অনুমোদন হীন একটি শিশু খাদ্য তৈরীর কারখানায় মঙ্গলবার অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদফতর। দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হলমার্কের ভিতরে অবস্থিত কারখানাটিতে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদফতরের সহকারী পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মন্ডল। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদফতরের সহকারী পরিচালক নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মন্ডল বলেন, অনুমোদন বিহীন কারখানাটিতে কোন ক্যামিস্ট পাওয়া যায় নি। এছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশে ৯ টি শিশু খাদ্যে তৈরী করছেন তারা। যে গুলোর মোড়কের ক্ষেত্রে পৃথক পৃথক ঠিকানা ব্যবহার করা হলেও এই কারখানাতেই তৈরী করা হচ্ছে এ সব ভেজাল শিশু খাদ্যে। এ সকল বিভিন্ন অসংগতি থাকার অপরাধে এ সময় কারখানা কতৃপক্ষকে ২ লক্ষ টাকা জরিমানা এবং কারখানাটি অনিদিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন তিনি।

Related Articles

Back to top button