চলতি সংবাদ

চাঁদপুরের মতলবে মিথ্যা মামলায় নিরপরাধ ব্যক্তিদের ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

টাইমস ২৪ ডটনেট, চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের মতলবের কুখ্যাত নৌ-ডাকাত বাবলা বাহিনীর প্রধান বাবলা হত্যা মামলায় নিরপরাধ ব্যক্তিদের ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন এলাকাবাসী, শিক্ষাক ও শিক্ষার্থীরা। গতকাল সোমবার সকালে চাঁদপুরে মতলব উত্তর উপজেলার কালীপুর স্কুল এন্ড কলেজ মাঠে মানববন্ধন ও প্রতিবাদ সভায় সজিব আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব সাংবাদিক লিয়াকত আলী চৌধুরী খুকু, বশিরুল হক বাচ্চু মিয়াজী, শিক্ষক দুলাল হোসেন, মাহমুদা আক্তার, শওকত হোসেন, জুয়েল ঢালী প্রমুখ।
এসময় বক্তারা বলেন, চাঁদপুর ও মুন্সীগঞ্জ জেলার অন্তর্ভুক্ত পদ্মা-মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেড, তেলবাহী জাহাজ, যাত্রীবাহী লঞ্চ, স্টিমার হামলা চালিয়ে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও অবৈধ বালু উত্তোলনসহ সবকিছুই বাবলা নিয়ন্ত্রণ করত। গত ২২ অক্টোবর মেঘনা নদীর তীরবর্তী মল্লিকের চর গ্রামের বালু উত্তোলনের টাকার ভাগাভাগি কেন্দ্র করে নিজ গ্রুপের সংঘর্ষের ঘটনায় বাবলা নিহত হয়। ওই হত্যা মামলায় একটি মহল স্বার্থ হাসিলের উদ্দেশ্যে স্হানীয় ইউপি’র সদস্য ও কালীপুর স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য জসিম উদ্দিনকে আসামী করা হয়। এ মামলা থেকে জসিম উদ্দিনকে অব্যাহতি দেওয়ার দাবী জানান।

Related Articles

Back to top button