টাইমস ২৪ ডটনেট: ইরানের ন্যানো ও মাইক্রো টেকনোলজি ডেভেলপমেন্ট দফতরের সচিব বলেছেন: গত বছর ইসলামী প্রজাতন্ত্র ইরানের ন্যানো পণ্যের রপ্তানি ১১০ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৪৫ মিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।ইরানের ন্যানো ও মাইক্রো টেকনোলজিস ডেভেলপমেন্ট দফতরের সচিব এমাদ আহমাদভান্দ ওই তথ্য দিয়েছেন। তিনি বলেছেন: গত বছর ইরানের ন্যানো পণ্য বিক্রির পরিমাণ ছিল ১ বিলিয়ন ৬২০ মিলিয়ন ডলার, যার মধ্যে প্রায় ৯১ শতাংশ বিক্রি হয়েছে দেশীয় বাজারে। বাকি ৯ শতাংশ রপ্তানি করা হয়েছে টার্গেটেড বাজারে।
পার্সটুডে আরও জানিয়েছে, ইমাদ আহমাদভান্দ এ প্রসঙ্গে বলেছেন: গত বছর এ ধরণের ইরানী পণ্য রপ্তানির পরিমাণ ছিল ১৪৫ মিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় শতকরা ১১০ ভাগ বেশি।আহমাদভান্দের মতে, এসব পণ্যের শতকরা ৬০ ভাগ যথাক্রমে ইরাক, সিরিয়া, ভারত, চীন এবং তুরস্কে রপ্তানি করা হয়েছে।এই প্রতিবেদন অনুযায়ী, ইরাক ৫.৩৩ মিলিয়ন ডলার, সিরিয়া ২০ মিলিয়ন ডলার, ভারত ৯.১৪ মিলিয়ন ডলার, চীন ৪.১০ মিলিয়ন ডলার এবং তুরস্ক ১.১০ মিলিয়ন ডলারের ন্যানো পণ্য কিনেছে ইরানের কাছ থেকে।