টাইমস ২৪ ডটনেট: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, কিয়েভের বর্তমান শাসকগোষ্ঠী এবং তাদের পশ্চিমা মিত্রদের ক্রমাগত চুক্তি লঙ্ঘনের কারণে ইউক্রেন ক্রমাগত তার ভূখণ্ড হারাচ্ছে। তিনি বলেন, ‘বর্তমান ইউক্রেন সরকার যত বেশি চুক্তি লঙ্ঘন করছে, দেশটি ততই তার ভূখণ্ড হারাচ্ছে’।শনিবার রাজধানী মস্কোতে অনুষ্ঠিত ১৬তম রাশিয়ান ওয়ার্ল্ড অ্যাসেম্বলির উদ্বোধনী অনুষ্ঠানে ল্যাভরভ এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, ‘২০১৪ সালের ফেব্রুয়ারিতে তারা যদি মেনে নেওয়া চুক্তিগুলো আন্তরিকতার সঙ্গে পালন করত, তাহলে এখন যা কিছু হচ্ছে তার কিছুই ঘটত না। আর ক্রিমিয়াও ইউক্রেনের অংশ হিসেবে থাকত। কিন্তু তাড়াহুড়ো করে তারা চুক্তি ভঙ্গ করে সরকার পরিবর্তন করতে চেয়েছিল‘।ল্যাভরভ আরও বলেন, ২০১৫ সালে মিনস্ক চুক্তি গৃহীত হওয়ার পরও, কিয়েভ সরকার চুক্তিগুলোর শর্ত মানতে চায়নি। তার ভাষায়, ‘মিনস্ক চুক্তি মেনে চললে… হ্যাঁ, ক্রিমিয়া ইতোমধ্যেই ইউক্রেন থেকে বিচ্ছিন্ন ছিল, তবে পুরো ডনবাস অঞ্চলসহ ইউক্রেন তার সীমারেখা বজায় রাখতে পারত। কিন্তু তারা ডনবাসকে বিশেষ মর্যাদা দিতে অস্বীকার করেছিল, যা মূলত ডনবাসের জনগণকে তাদের নিজস্ব ভাষায় কথা বলার অধিকার নিশ্চিত করার জন্যই ছিল।
২০২২ সালের এপ্রিলে ইস্তাম্বুলে তৃতীয়বারের মতো শান্তি আলোচনার কথা উল্লেখ করে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেই আলোচনার মাধ্যমে সমাধানের একটি সুযোগ ছিল, কিন্তু তারা তাতে সম্মতি দেয়নি। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তখন এই চুক্তির গুরুত্ব ব্যাখ্যা করেন। কিন্তু বর্তমান পরিস্থিতি ২০২২ সালের এপ্রিল থেকে অনেক ভিন্ন’। ল্যাভরভের মতে, ইউক্রেনের সরকার বারবার চুক্তিগুলো উপেক্ষা করে চলেছে, যা তাদের জন্য কেবল রাজনৈতিক অস্থিরতাই নয়, ভূখণ্ডগত হুমকিও ডেকে আনছে।
সূত্র: তাস।