বিনোদন

জীবনে কোনো আফসোস রাখতে চাই না: পরীমনি

টাইমস ২৪ ডটনেট: অনম বিশ্বাস পরিচালিত হইচই অরিজিনাল সিরিজ ‘রঙিলা কিতাব’আগামী ৮ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে টিজার প্রকাশের আয়োজন করা হয়। যেখানে পরিচালক অনম বিশ্বাস ছাড়াও উপস্থিত ছিলেন চিত্রনায়িকা পরীমনি, ‘রঙিলা কিতাব’-এর লেখক কিঙ্কর আহসানসহ অনেকে। প্রথমবার কোনো ওয়েব সিরিজে কাজ করেছেন পরীমনি। সিরিজে তার চরিত্রের নাম সুপ্তী। যাকে দেখা যাবে একজন মায়ের চরিত্রে। সিরিজে কাজের অভিজ্ঞতা জানিয়ে পরীমনি বলেন, শুনেন আমি ছাড়া সুপ্তী চরিত্রটি হতো না। সুপ্তীকে আমার দরকার হতো। অন্তত আমার জীবনে একটা ক্ষুধা থেকে যেত যে আমি সুপ্তী চরিত্রটি করতে পারিনি। এই আকাঙ্খাটা আমার মধ্যে থেকে যেত। আমি কোনো আফসোস জীবনে রাখতে চাই না। তাই সুপ্তী চরিত্রটি করে ফেলেছি।রঙিলা কিতাব’-এ পরীকে কাস্টিং করা প্রসঙ্গে নির্মাতা অনম বিশ্বাস বলেন, সুপ্তী চরিত্রটির জন্য এমন একজন দরকার ছিলো, যিনি ব্যক্তি জীবনে তার মতোই। স্ট্রং মেন্টালিটির একজন খুঁজছিলাম, যার ভেতর মাদারহুডের বিষয়টা আছে। যেটা আমাদের এই গল্পটাকে সার্ভ করবে। পরীতো পারসোনাল লাইফে রকস্টার, তাকে আলাদা করে এই চরিত্রের জন্য কিছু ব্রিফ করতে হয়নি। আমার একটু কাজটাজ কমলো! নিজের বিষয়ে পরীমনি বলেন, নায়িকা টায়িকা বুঝি না। আমি একজন মানুষ। মানুষ হয়ে আসছি, মানুষ হয়ে যেতে চাই। মাঝখানে যা যা হয়েছে, তারমধ্যে কোনো রাখঢাক আমি রাখতে চাই না। যেমন এই প্রেম বলো, বিয়ে বলো, বাচ্চা বলো, ডিভোর্স বলো এবং বুড়ো হওয়ার ব্যাপারটা বলো- এই বয়স লুকানোটা আমার কাছে অনেকটা আরোপিত বিষয় মনে হয়। আমি কোনো কিছু লুকাতে চাই না, আমি যা, আমি তাই। সিরিজে মূল ভূমিকায় অভিনয় করেছেন পরীমনি ও মোস্তাফিজুর নুর ইমরান।

Related Articles

Back to top button