টাইমস ২৪ ডটনেট, আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার কুরস্ক অঞ্চলে যুদ্ধে গত ২৪ ঘণ্টায় ইউক্রেনীয় বাহিনী ৩১০ জনেরও বেশি সৈন্য এবং দুটি সাঁজোয়া যুদ্ধযান হারিয়েছে। এ নিয়ে কুরস্কে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর মোট ২৭,১৫০ জনেরও বেশি সদস্য নিহত হয়েছে। রোববার প্রকাশিত এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, সৈন্য ছাড়াও কুরস্ক এলাকায় যুদ্ধে ইউক্রেনীয় বাহিনী উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। যার মধ্যে রয়েছে ১৭৭টি ট্যাঙ্ক, ৯৭টি পদাতিক যুদ্ধযান, ১০৬টি সাঁজোয়া যুদ্ধযান এবং ১০১৪টি সাঁজোয়া যুদ্ধযান।
এদিন মন্ত্রণালয়টির দেওয়া তথ্যে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইউক্রেনীয় বাহিনী ২৫০ জনেরও বেশি সৈন্য, একটি মার্কিন তৈরি স্ট্রাইকার সাঁজোয়া যান, একটি সাঁজোয়া যুদ্ধযান এবং একটি মর্টার হারিয়েছে।
এছাড়াও, কুরস্ক অঞ্চলে রাশিয়ার নর্থ ব্যাটলগ্রুপ ইউক্রেনীয় বাহিনীর ৮টি পাল্টা আক্রমণ প্রতিহত করেছে এবং এতে প্রায় ৬০ জন ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছে। রাশিয়ান সামরিক বাহিনী গত ২৪ ঘণ্টায় কুরস্ক অঞ্চলের ২৩টি এবং সুমি অঞ্চলের সাতটি গ্রামে ইউক্রেনীয় বাহিনীর ওপর বিমান হামলা চালিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যে বলা হয়েছে, ইউক্রেনের ২১তম, ২২তম, ৪১তম, ৪৭তম এবং ১১৫তম মেকানাইজড ব্রিগেড, ১৭তম ট্যাঙ্ক ব্রিগেড, ৮২তম এবং ৯৫তম এয়ার অ্যাসল্ট ব্রিগেডসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা এসব হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্র: তাস