স্টাফ রিপোর্টার: ডাচ বাংলা চেম্বার অব কমাস এন্ড ইন্ডাস্ট্রিজ এবং গ্রিনটেক ভেঞ্চার-এর যৌথ উদ্যোগে গত ১৭ অক্টোবর ইনক্লুসিভ বিজনেজ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থত ছিলেনে বসরকারী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির প্রেসিডেন্ট অধ্যাপক ড. ফরিদ এ সোভানী এবং সভাপতিত্ব করেন ডাচ বাংলা চেম্বার অব কমাস এন্ড ইন্ডাস্ট্রিজ এর প্রেসিডেন্ট জনাব আনোয়ার সওকত আফসার । সেমিনার এ মুল প্রবন্ধ উপস্থাপন করেন গ্রিনটেক ভেঞ্চার এর বাবস্থাপনা পরিচালক মোহা. জামাল উদ্দিন। আলোচক হিসাবে ছিলেন জনসাস্থ্য বিশেশজ্ঞ ডাঃ রেজুয়ানা রহমান, বেসরকারি সেক্টর এক্সপাট ইঞ্জিনিয়ার খেন মং, মিডিয়া ব্যক্তিত্ব নাজনিন আক্তার বানু, ইনভেস্টমেন্ট এক্সপাট মোহাম্মদ মেজবাহ উদ্দিন আহমেদ এবং জ্বালানী বিশেষজ্ঞ মোঃ আরিফুর রহমান তালুকদার । অধ্যাপক ড. ফরিদ এ সোভানী বলেন আধুনিক যুগে মানুষের চাহিদা মেটাতে এবং নুতুন কর্মক্ষেত্র তৈরি করতে পাবলিক প্রাইভেট পাটনারশিপ একটি ভালো মডেল । জন গুরুত্বপূণ অনেক প্রকল্প সরকারের উদ্যোগে প্রাইভেট সেক্টর অংশগ্রহণ করে এবং যৌথ অংশীদারের ভিত্তিতে প্রকল্প বাস্তবায়ন করে থাকে । ঢাকা এক্সপ্রেসওয়ে এমন একটি সফল উদাহারন ।
সেমিনার শেষে প্রধান অতিথি আলোচক বৃন্দের হাতে ক্রেস্ট দিয়ে সম্মানীয় করেন । পরিশেষে আয়জকদের পক্ষ থেকে সকল অতিথিকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।