টাইমস ২৪ ডটনেট: ব্যাংকক (থাইল্যান্ড) থেকে ঢাকাগামী US Bangla Airlinse এর ফ্লাইট নং- BS-218 রোববার ২৭/১০/২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক বিকাল ১৫টা ৫০মিনিটে (GMT) ঘটিকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। মহাপরিচালক, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, ঢাকার নিকট আসা গোপন সংবাদের ভিত্তিতে এবং অতিরিক্ত মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায়, শিফট ইনচার্জের নেতৃত্বে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল এয়ারপোর্ট সি-শিফট এর কর্মকর্তা ও কর্মচারীগণ তাৎক্ষণিকভাবে সতর্কতামূলক ভাবে বিমান অবতরণের স্থান Bay-20 এর এলাকায় অবস্থান গ্রহণ করে। অত:পর বিমানটি অবতরনের পর সকল যাত্রী নেমে গেলে বিমানটি তল্লাশী করা হয়। তল্লাশী কালে 14A এবং 15 A সিটের নিচে রাখা লাইফ জ্যাকেটের উপরে ছাই রংয়ের ও কালো রংয়ের স্কচট্যাপ দিয়ে মোড়ানো দুটি বান্ডিলে অস্তিত্ব লক্ষ্য করা যায়। পরবর্তী বান্ডিল দুটি গ্রীণ চ্যানেলে আনা হয় এবং এয়ারপোর্টে কর্তব্যরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে বান্ডিল দুটি খোলা হয়। বান্ডিল দুটি খুলে ৬০ (ষাট) পিস স্বর্ণবার পাওয়া যায় যার প্রতি পিসের ওজন ১১৬ (একশত ষোলো) গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণবারগুলো মোট ওজন ৬.৯৬ কেজি যার আনুমানিক বাজার মূল্য ৭,৮৬,০০,০০০ টাকা (বাজুস এর ২৭/১০/২০২৪ ইং মূল্য তালিকানুসারে)। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল, এয়ারপোর্ট সি-শিফট এর কর্মকর্তা ও কর্মচারীগণের তৎপরতায় ও তল্লাশীর কারণে এই স্বর্ণ চোরাচালানটি রোধ করা সম্ভব হয়েছে। প্রয়োজনীয় আইননানুগ কার্যক্রম গ্রহণের নিমিত্তে আটককৃত স্বর্ণবারগুলো কাস্টম হাউস, ঢাকার মূল্যবান শুল্ক গুদামে জমা প্রদান করা হয়েছে।