বাংলাদেশ

আগস্টের ছাত্র-জনতা হত্যা মামলার আসামি আটক

টাইমস ২৪ ডটনেট:বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলা আসামি মোঃ আলমগীর খান (৫৫) কে আটক করেছে দিয়াবাড়ি আর্মি ক্যাম্পের সেনাবাহিনী সদস্যরা। রবিবার (২০ অক্টোবর) দুপুরে উত্তরা ১১ নম্বর সেক্টর তার নিজ অফিস থেকে আটক করে সেনাবাহিনী।বিষয়টি নিশ্চিত করেছেন, উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান। তিনি বলেন, দিয়াবাড়ি আর্মি ক্যাম্পের অভিযান পরিচালনা করে একজন হত্যা মামলার আসামি গ্রেফতার করেছে। ‌বিকালে আসামি মোঃ আলমগীর খানটে থানায় হস্তান্তর করেছে।

আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা এলাকা থেকে মোঃ আলমগীর খান নামে আওয়ামী লীগ নেতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলা আসামিকে তার অফিস থেকে আটক করা হয়। পরে তাকে নিয়ে তার বাসায় অভিযান চালানো হয় সেনাবাহিনী। কিন্তু সেখানে কোনো কিছু পাওয়া যায়নি। মো: আলামগির খান উত্তরা পশ্চিম থানায় দায়েরকৃত বৈষম্য বিরোধী হত্যা মামলা ( FIR -11/360,স্বারক নং – ৬৮৫৫(৫)/২) এর ৫৫ নাম্বার আসামী এবং তার বিরুদ্ধে উত্তরা র্পূব থানায় হত্যা চেষ্টার একটি মামলা রয়েছে। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে তাকে উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করা হয়।

Related Articles

Back to top button