টাইমস ২৪ ডটনেট: ইয়েমেনের রাজধানী সানাসহ দেশটির কয়েকটি স্থানে আমেরিকা এবং ব্রিটেন স্টিলথ বোমারু বিমান দিয়ে হামলা চালিয়েছে। ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, রাজধানী সানার উত্তর ও দক্ষিণে আল-আফা এবং জিরবান এলাকায় আজ (বৃহস্পতিবার) ভোরে মার্কিন ও ব্রিটিশ বাহিনী ছয়বার বিমান হামলা চালিয়েছে। এছাড়া উত্তর-পশ্চিমাঞ্চলীয় সা’দা এবং কাহলান ও আলবা এলাকায় বিমান হামলা চালায় আগ্রাসী বাহিনী। আল-মাসিরা বলছে, মার্কিন বাহিনী এই প্রথম বারের মতো ইয়েমেনের বিরুদ্ধে হামলা চালানোর জন্য বি-টু স্টিলথ বোমারু বিমান ব্যবহার করেছে। ইয়েমেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাবা নেট জানিয়েছে, মার্কিন ও ব্রিটিশ বাহিনী রাজধানী সানা এবং সা’দা প্রদেশের মোট ১৫টি স্থানে আগ্রাসন চালিয়েছে।
একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাও সিএনএন টেলিভিশন চ্যানেলকে নিশ্চিত করেছেন যে, মার্কিন বাহিনী ইয়েমেনের বিরুদ্ধে বি-টু বোমারু বিমান ব্যবহার করেছে। যেসব এলাকায় নিশ্চিদ্র বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন থাকে সেসব এলাকায় সাধারণত বি-টু বোমারু বিমান ব্যবহার করা হয়। অন্য যুদ্ধবিমানের চেয়ে বি-টু বোমারু বিমান আকারে অনেক বড় হয়ে থাকে এবং অনেক বেশি বোমা বহন করতে পারে।
সূত্র: পার্সটুডে।