চলতি সংবাদ

চট্টগ্রামে সিগারেট তৈরির কাঁচামালের গুদামে এম.বি.আরের অভিযানে বিপুল পরিমাণ স্ট্যাম্পসহ নকল সিগারেট তৈরির উপকরণ জব্দ

সিগারেট তৈরীর কাঁচামাল আমদানি ও আমদানিকৃত কাঁচামালের আইন বহির্ভূত ব্যবহার, নকল সিগারেট উৎপাদনসহ সিগারেট খাতে বিদ্যমান অনিয়ম চিহ্নিতকরণ এবং নিবারণমূলক ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড হতে একটি কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি কর্তৃক বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করে সিগারেট তৈরীর কাঁচামাল আমদানি ও আমদানিকৃত কাঁচামালের অবৈধ ব্যবহারের মাধ্যমে নকল সিগারেট উৎপাদন করে রাজস্ব ফাঁকিসহ সিগারেট খাতে বিশৃঙ্খলা সৃষ্টির সাথে জড়িতদের চিহ্নিত করে এবং তাদের আইনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে। এর ধারাবাহিকতায় জাল ব্যান্ডরোলসহ নকল সিগারেট তৈরীর বিভিন্ন উপকরণ অবৈধভাবে মজুদ করার গোপন সংবাদের ভিত্তিতে উক্ত কমিটির তত্ত্বাবধানে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, আঞ্চলিক কার্যালয়, চট্টগ্রাম এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, চট্টগ্রামের সমন্বিত একটি দল অদ্য ১৭/১০/২০২৪ খ্রি. তারিখ বিকাল ৩.০০ ঘটিকায় চট্টগ্রামের হালিশহর এলাকার রঙ্গিপাড়ার রমনা আবাসিক মসজিদ গলির একটি বাসায় যৌথ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে নকল সন্দেহে ৩,৩৭,৫০,০০০ পিস সিগারেট স্ট্যাম্প, ১৭৩৬ রোল সিগারেট পেপার (সাদা বড় রোল ১৪৮, ছোট সাদা রোল ৪২৫, কালো বড় রোল ১২৬, কালো ছোট রোল ১,০৩৭) এবং ১পিস DVR (CCTV) জব্দ করা হয়। ২৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল সবুর লিটন এর ভাই আব্দুল মান্নান খোকন (তারা) কে বাসাটি ভাড়া দিয়েছিলেন মর্মে বাড়ির মালিক মোঃ ফরিদুল আলম মেহেদী জানান। উল্লেখ্য যে, অভিযান পরিচালনাকালে ভাড়াটিয়াকে পাওয়া যায়নি। জব্দকৃত পণ্যসমূহ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, চট্টগ্রামের কাস্টমস গুদামে জমা প্রদান করা হয়েছে। নকল সিগারেট উৎপাদনের লক্ষ্যে উক্ত উপকরণসমূহ মজুদকরণের সাথে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Related Articles

Back to top button