চলতি সংবাদ

অটোরিক্সা ড্রাইভারকে নৃশংস হত্যাকান্ডের মূলহোতাসহ ৪ জন গ্রেফতার ৩; লুন্ঠিত ব্যাটারী চালিত অটোরিক্সা উদ্ধার

টাইমস ২৪ ডটনেট: বাদী শিপ্রা ধর এর স্বামী অঞ্জন ধর (৪০) পেশায় একজন অটোরিক্সা চালক। গত ৩০/০৮/২০২৪ তারিখ ভোর অনুমান ০৫:০০ ঘটিকার সময় চান্দগাঁও থানাধীন উত্তর চান্দগাঁও বণিক পাড়া বশির আহমদ এর দোকানের সামনে পাকা রাস্তার উপর অজ্ঞাতনামা ২/৩ জন আসামী বাদীর স্বামী অঞ্জন ধর(৪০) কে মারধর করিয়া মাথায় গুরুতর রক্তাক্ত জখম পূর্বক হত্যা করিয়া অটোরিক্সাটি নিয়া যায় মর্মে এজাহারের ভিত্তিতে চান্দগাঁও থানার মামলা নং-২৩(৮)২৪, ধারাঃ ৩৯৪/৩০২/৩৪ পেনাল কোড-১৮৬০ রুজু হয়। মামলা রুজু হওয়ার পর মামরার তদন্তকারী কর্মকর্তা এসআই মুহম্মদ আলম খান গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় উপ-পুলিশ কমিশনার(উত্তর) মহোদয়ের সার্বিক তত্বাবধায়নে অতিঃ উপ-পুলিশ কমিশনার এর দিক নির্দেশনায় সিএমপির পাঁচলাইশ জোনের সহকারী পুলিশ কমিশনার জনাব মোঃ আরিফ হোসেন, অফিসার ইনচার্জ চান্দগাঁও থানা জনাব মোঃ আফতাব উদ্দিন, পুলিশ পরিদর্শক(তদন্ত) জনাব ছবেদ আলী নেতৃত্বে এসআই (নিরস্ত্র)মোঃ মোমিনুল হাসান, এসআই (নিঃ) মুহাম্মদ আলম খাঁন, এসআই মোঃ আমির হোসেন, এসআই রফিকুল ইসলাম, এএসআই নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করিয়া আসামীদের শনাক্ত পূর্বক অভিযান পরিচালনা করে ইং ০২/০৯/২৪ তারিখ হত্যাকান্ডে জড়িত আসামী ১) রাজু আহম্মেদ রাজন(৩১) ও ২) মোঃ আরিফ (২৮)’দ্বয়কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদ্বয়কে ০৩ দিনের রিমান্ডে আনিয়া জিজ্ঞাসাবাদ পূর্বক তাহাদের দেওয়া তথ্য মোতাবেক অপরাপর আসামীদের গ্রেফতার ও লুন্ঠিত অটোরিক্সা উদ্ধারের নিমিত্বে টানা ৪৮ ঘন্টা রুদ্ধশ্বাস অভিযান পরিচালনা করিয়া হত্যাকান্ডে জড়িত অপর আসামী ১। মোহাম্মদ রাসেল (৩০) ও ২। রবি আলম (৩৯)’দ্বয়কে ১৬/১০/২০২৪খ্রিঃ তারিখ চট্টগ্রাম বাঁশখালী থানাধীন চাপাছড়ি এলাকা হতে গ্রেফতার করেন এবং আসামীদ্বয়ের দেওয়া তথ্য মোতাবেক বায়েজীদ বোস্তামী থানাধীন পশ্চিম শহীদ নগর মীর আহম্মদ প্রাইমারী স্কুলের দক্ষিণ পাশে আমেনা বেগম নামীয় এক মহিলার রিক্সার গ্যারেজ হইতে আসামী মোহাম্মদ রাসেল এর সনাক্ত মতে লুন্ঠিত ০১ (এক) টি ব্যাটারীচালিত অটোরিক্সা উদ্ধার করেন। উদ্ধারকৃত অটোরিক্সাঃ (১) ০১ (এক) টি ব্যাটারীচালিত অটোরিক্সা।গ্রেফতারকৃত আসামীঃ (১) রাজু আহম্মেদ রাজন(৩১) পিতা-মুজিবুর রহমান
সাং-ভিমশারা, থানা-তাড়াশ, জেলা-সিরাজগঞ্জ। বর্তমানে-বাদশাহ চেয়ারম্যানঘাটা, পূর্ব ষোলশহর, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম।
২) মোঃ আরিফ(২৮), পিতা-মৃত নুরুল ইসলাম,সাং-উত্তর মোহরা, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম। (৩) মোহাম্মদ রাসেল (৩০), পিতা-নুরুচ্ছফা, মাতা-দিলোয়ারা বেগম, সাং- চাপাছড়ি, পতান আলীর বাড়ী, থানা-বাঁশখালী, জেলা-চট্টগ্রাম, ৪) রবি আলম (৩৯), পিতা-মৃত মীর আহম্মদ, মাতা-খামারুস, সাং-চাপাছড়ি, শাহ জাহানের বাড়ী, ৯নং ওয়ার্ড,থানা-বাঁশখালী, জেলা-চট্টগ্রা।

Related Articles

Back to top button