চলতি সংবাদ

বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি শুরু

১৫ ঘন্টায় আমদানী রপ্তানী হয়েছে ৭৪৬ ট্রাক পণ্য সামগ্রী

বেনাপোল (যশোর) থেকে মসিয়ার রহমান কাজল: পাঁচ দিন বন্ধ থাকার পর সোমবার সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বানিজ্য শুরু হয়েছে। ১৫ ঘন্টায় ৪ শত ২০ ট্রাক পণ্য সামগ্রী আমদানী হয়েছে। আর রপ্তানি হয়েছে ৩ শত ২৬ ট্রাক পণ্য সামগ্রী। আমদানি রপ্তানি পণ্য সামগ্রীর মধ্যে রয়েছে ম্যাসিনারিজ, কাঁচামাল, গার্মেন্টেস সামগ্রী, ঝুট, টিসু ও সাবান ইত্যাদি। পাঁচ দিন বন্ধ থাকার কারণে পেট্রাপোল বন্দর এলাকায় হাজার হাজার পণ্যবোঝাই ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে। এতে করে বেনাপোল বন্দর এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
বেনাপোল বন্দরের উপপরিচালক রাশেদুল সজিব নাজির জানান, দুর্গাপূজা উপলক্ষে পাঁচ দিন বেনাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। সোমবার সকাল থেকে পুনরায় এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বানিজ্য কার্যক্রম শুরু হয়েছে। আজ দুপুর ১২ টা পর্যন্ত ১৫ ঘন্টায় আমদানী রপ্তানী হয়েছে ৭৪৬ ট্রাক পণ্য সামগ্রী।

Related Articles

Back to top button