topআন্তর্জাতিক

সীমান্তে তীব্র সংঘর্ষ হিজবুল্লাহ-ইসরায়েলের, পিছু হটল ইসরায়েলি সেনারা

টাইমস ২৪ ডটনেট: লেবাননের সীমান্তবর্তী গ্রামগুলোতে তীব্র সংঘর্ষ চলছে দেশটি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ও ইসরায়েলি সেনাদের। এরই মধ্যে ইসরায়েলি সেনাদের ওপর আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) দিয়ে অতর্কিত হামলা চালিয়েছে হিজবুল্লাহর যোদ্ধারা। হামলার পর ইসরায়েলি সেনারা পিছু হটেছে বলে দাবি তাদের। বুধবার (৯ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল-লেবানন সীমান্তের পূর্বে ব্লিদা শহরের দিকে ইসরায়েলি সৈন্যরা যাওয়ার চেষ্টা করার সময় তাদের ওপর আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) দিয়ে অতর্কিত হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এছাড়া পশ্চিম লেবাননের উপকূলের কাছাকাছি, লাবুনেহ এলাকায় প্রবেশে চেষ্টাকারী একটি ইসরায়েলি প্লাটুনকে পিছু হঠতে বাধ্য করেছে বলেও জানিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। যদিও হিজবুল্লাহর দাবির বিষয়ে কোন মন্তব্য করেনি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। তবে গতকাল মঙ্গলবার তারা জানিয়েছিল যে, দক্ষিণ লেবাননের পশ্চিম অংশে হিজবুল্লাহর বিরুদ্ধে একটি সীমিত, স্থানীয় ও টার্গেট ভিত্তিক স্থল অভিযান শুরু করেছে তারা। পরবর্তীতে বুধবার দক্ষিণ লেবাননে যুদ্ধে ইসরায়েলের একজন সৈন্য এবং মঙ্গলবার আরও দুজন সৈন্য “গুরুতরভাবে আহতের” কথা জানিয়েছে আইডিএফ। গত ৩০ সেপ্টেম্বর দক্ষিণ লেবাননে সীমিত ও টার্গেটেড স্থানে স্থল অভিযান শুরুর ঘোষণা দেয় ইসরায়েল। এরপর থেকেই ইসরায়েল–লেবানন সীমন্তে ইসরায়েলি সেনাদের সঙ্গে তুমুল লড়াই করছে হিজবুল্লাহর যোদ্ধারা। এরপর আবার গতকাল পশ্চিমেও একইভাবে স্থল অভিযানের কথা জানাল দেশটি। তবে ইসরায়েলের হামলা ও স্থল অভিযানের মুখেও থেমে নেই হিজবুল্লাহ। ইসরায়েলকে লক্ষ্য করে প্রতিদিনই রকেট হামলা চালাচ্ছে গোষ্ঠীটি। বুধবার সকালেও বন্দর শহর হাইফার দক্ষিণে কারমেল এবং মেনাশে এলাকায় বুধবার সকালে লেবানন থেকে ছোড়া দুটি রকেট ধ্বংসের দাবি জানিয়েছে ইসরায়েলি বাহিনী। এর আগে মঙ্গলবার লেবানন থেকে ১৮০টি রকেট ছোড়া হয়েছিল বলে জানিয়েছে দেশটি। যার বেশিরভাগই ধ্বংস করা হয়েছিল এবং কয়েকটি আঘাত হেনেছিল।

Related Articles

Back to top button