টাইমস ২৪ ডটনেট: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তুলকারেম শরণার্থী শিবিরে এই হামলা চালানো হয়। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। এই হামলায় হামাসের স্থানীয় এক নেতা নিহত হওয়ার দাবি করেছে ইসরায়েল।গত ২০ বছরের মধ্যে প্রথমবার পশ্চিম তীরে যুদ্ধবিমান দিয়ে হামলা চালালো ইসরায়েল। গত কয়েক বছরে সেখানে ড্রোন বা হেলিকপ্টার থেকে হামলা হয়েছে। দুই দশক পর যুদ্ধবিমান থেকে ভয়াবহ হামলায় এক মা ও তাঁর দুই সন্তানসহ অন্তত ১৮ জন প্রাণ হারিয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন।ইসরায়েলি সেনাবাহিনীর বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, পশ্চিম তীরের উত্তরে অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত ও বিমান বাহিনী এই যৌথ অভিযান চালিয়েছে। ওই হামলায় হামাস নেতা জাহি ইয়াসের আবদ আল–রাজেক উফি নিহত হয়েছেন। পশ্চিম তীরে একাধিক হামলায় অংশ নেওয়ার অভিযোগ রয়েছে উফির বিরুদ্ধে। তিনি আরো হামলার পরিকল্পনা করেছিলেন বলে দাবি ইসরায়েলি বাহিনীর।
এদিকে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ’র প্রধান বলেছেন, ‘গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ২১ ফিলিস্তিনি নিহত হয়েছে। গত দুই দিনে জাতিসংঘের তিনটি স্কুলে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।’গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত প্রায় এক বছর ধরে ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত ৪১ হাজার ৭৮৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে প্রায় ৯৭ হাজার মানুষ। হতাহতদের অধিকাংশই নারী ও শিশু।