চলতি সংবাদ

মনসুর আলী মেডিকেলে নতুন চেয়ারম্যানের অভিষেক

টাইমস ২৪ ডটনেট, ঢাকা: রাজধানীর উত্তরার শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে গভর্নিং বডির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহন করেন ডাঃ মোসাদ্দেক হোসেন বিশ্বাস (ডাম্বেল) স্বাগত বক্তব্যের শুরুতেই, কোটা সংস্কার ও বৈষ্যম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচীতে যোগদানকৃত শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও সমবেদনা জানানো হয়। যাদের আত্মত্যাগ, দেশপ্রেম, দক্ষতা ও সাবলীল নেতৃত্বের বিনিময়ে আমরা আবার একটি সুন্দর ও স্বাধীন দেশ পেয়েছি। অনুষ্ঠানে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। পরে প্রধান অতিথি শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান জনাব ডা. মোসাদ্দেক হোসেন বিশ্বাসকে ফুলেল শুভেচছা জানানো হয়। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ‘ ব্রিঃ জেনারেল শামস, অধ্যাপক এম আই মন্ডল, ডা. সিরাজুল ইসলাম এবং বর্তমান কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. কাজী জাহাঙ্গীর সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

 

Related Articles

Back to top button