চলতি সংবাদ

বেবিচক চেয়ারম্যান এর সাথে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাত

টাইমস ২৪ ডটনেট, ঢাকা: বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত (Mr. IWAMA Kiminori) ইওয়ামা কিমিনোরি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মঞ্জুর কবীর ভূঁইয়া, বিইউপি, এনডিসি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি (Air Vice Marshal Md Monjur Kabir Bhuiyan, BUP, ndc, nswc, afwc, psc) এর সাথে বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনাল চালু, ৩য় টার্মিনালে জাপানি কোম্পানীর সম্পৃক্ততা, লোন পেমেন্ট সংক্রান্ত বিষয়সহ অন্যান্য পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে আলোচনা করা হয়। এসময় বেবিচক চেয়ারম্যান বাংলাদেশকে বিভিন্ন বিষয়ে সহযোগিতা করার জন্য জাপানকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া উভয় পক্ষই তৃতীয় টার্মিনাল চালুর প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। সাক্ষাতকালে দুদেশের মধ্যে সম্পর্ক আরো সুদৃঢ়করণসহ এভিয়েশন সেক্টরের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।

Related Articles

Back to top button