টাইমস ২৪ ডটনেট: ইসরাইলের শাসক গোষ্ঠীর সামরিক অভিযান শাখার সাবেক প্রধান বলেছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কেবল রাজনৈতিক কারণেই গাজায় যুদ্ধ শেষ করতে চান না। সাম্প্রতিক দিনগুলোতে ফিলিস্তিনের দখলকৃত অঞ্চলগুলোতে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নীতির বিরুদ্ধে প্রতিবাদের নতুন ঢেউ শুরু হয়েছে। বিক্ষোভকারীরা ফিলিস্তিনি স্বাধীনতা ও প্রতিরোধকামী সংগঠনগুলোর সঙ্গে যুদ্ধবিরতি এবং ইসরাইলি বন্দিদের মুক্তির জন্য অবিলম্বে একটি চুক্তির দাবি করছে। আল-জাজিরার প্রতিবেদন অনুসারে, ইসরাইলি শাসনের সামরিক অপারেশন শাখার সাবেক প্রধান বেনিয়ামিন নেতানিয়াহুর কর্মক্ষমতার সমালোচনা করে বলেছেন, গাজায় যুদ্ধ দীর্ঘায়িত করার বিষয়ে নেতানিয়াহুর জেদ তাকে নেটজারিম এবং ফিলাডেলফিয়া করিডোরের গুরুত্বকে অতিরঞ্জিত করে তুলেছে। তিনি বলেন, এ অতিরঞ্জনের মাধ্যমে নেতানিয়াহু বন্দিদের বিনিময়ের গুরুত্ব কমানোর চেষ্টা করছেন। ইসরাইলের সাবেক এ সামরিক কর্মকর্তার দাবি, নেতানিয়াহু কেবল অভ্যন্তরীণ রাজনৈতিক কারণেই যুদ্ধ তাড়াতাড়ি শেষ করতে চান না। যেখানে নেটজারিম এবং ফিলাডেলফিয়া করিডোরে সেনাবাহিনী অবশিষ্ট থাকা সত্ত্বেও ইসরাইলের পরিস্থিতি আগের চেয়ে খারাপ হচ্ছে।
সূত্র: আল-জাজিরা।