চলতি সংবাদ

পুরান ঢাকায় তানিশা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন

সোহানা আলমগীর, টাইমস ২৪ ডটনেট, ঢাকা : পুরান ঢাকার ৩৮ নং ওয়ার্ড ওয়ারী থানার অন্তর্গত গত ৭ইআগস্ট তিন কন্যার জনক তানিশাকে তার বয়স ২৪ বছর তার পিতা মৃত নুরুদ্দিন ও মা মিসেস হাসি বেগম এর একমাত্র মেয়েকে নির্মমভাবে হত্যা করা হয় তানিশার স্বামী পরশ ও তার দুই বোন বোনের স্বামী শাশুড়ি হত্যা কান্ড ঘটান। তানিশাকে হত্যা করে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখে। প্রশাসনের অনুপস্থিতি টাকে কাজে লাগিয়ে এই সময়টাতে হত্যাকাণ্ড ঘটায় নিশার প্রথম জমজ দুই কন্যা ও ছোট মেয়ে আট মাসের। মেয়ে সন্তান কেনোহয়েছে ছেলে সন্তান কেন হয় না এর জন্য তাকে সব সময় নির্যাতন অত্যাচার করা হয়। তানিশাকে সব সময় বাবা বাড়ি থেকে টাকা নিয়ে আসতে বলতো নির্যাতন করত। টাকা শেষ হলে আবার তার উপর অত্যাচার নির্যাতন করতো টাকার জন্য। তানিশার মা টাইমস ২৪ ডটনেটকে জানান যে, সাতই আগস্ট সন্ধ্যা আটটার সময় আমার মেয়ের সাথে আমার কথা হয় মেয়ে বাচ্চাদের জন্য নাস্তা বানাচ্ছে আমাকে বলল। রাত ৯টার পর থেকে আর মেয়েকে ফোন করে পাইনা। বিয়ের পর থেকেই থেকে নানাভাবে অত্যাচার নির্যাতন করে যৌতুকের জন্য মেয়ে সুখের জন্য আমিও দেই যখন যা দাবি করে তখন তাই দিয়েছি। মামলা করেছি ওয়ারী থানায়, আমি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আকুল প্রার্থনা জানাই যে আমার মেয়ের হত্যার সঠিক বিচার কার্য যেন হয়, অপরাধী ও তার পরিবারের সকল সদস্যের সর্বাত্বক শাস্তি দাবী করছি, ফাঁসি চাই, আমার মত কোন মা যেন সন্তানহারা না হয় আর কোন সন্তানও যেন মা হারা না হয়।৩৮নং ওয়ার্ডের সকল এলাকা বাসী এ হত্যাকাণ্ডের বিচার চায় সকলের একটাই দাবি তানিশার হত্যার ফাঁসি চাই।

Related Articles

Back to top button