রাজনীতি

বিকালে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী

টাইমস ২৪ ডটনেট: চীনে তিন দিনের দ্বিপাক্ষিক সফর নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের বিষয়ে জানাতে আজ রোববার এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।রোববার (১৪ জুলাই) বিকাল ৪টায় গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব এম এম ইমরুল কায়েস।এর আগে চার দিনের এক দ্বিপক্ষীয় সফরে গত সোমবার (৮ জুলাই) বিকালে চীনের রাজধানী বেইজিং পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে অবশ্য মেয়ের (সায়মা ওয়াজেদ পুতুল) অসুস্থতাজনিত কারণে সফর সংক্ষিপ্ত করে একদিন আগেই ১০ জুলাই দেশে ফেরেন তিনি।
চীনে অবস্থানকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে প্রতিনিধি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকসহ বিভিন্ন অনুষ্ঠানাদি সম্পন্ন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সফরের শেষ দিন ১০ জুলাই বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও চীনের প্রধানমন্ত্রীর মধ্যে একটি প্রতিনিধি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকের পর দুই দেশ ২১টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর এবং সাতটি প্রকল্পের ঘোষণা দেয়।বৈঠকে এশিয়ার এই দুই দেশের মধ্যে শক্তিশালী উন্নয়ন এবং অর্থনৈতিক সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়।

Related Articles

Back to top button