চলতি সংবাদ

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক সভা কক্ষে তথ্য অধিকার বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

টাইমস ২৪ ডটনেট, ঢাকা: বাংলাদেশে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ যেসব ভবনের নকশা অনুমোদন দিয়েছে সেসব ভবন মালিক, আমমোক্তার গ্রহীতা, ডেভেলপারদের সঙ্গে অনুমোদিত নকশা অনুযায়ী ভবন নির্মাণ ও ভবনের ব্যত্যয় রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাজউকের অডিটোরিয়ামে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজউকের উন্নায়ন নিয়ন্ত্রনের সদস্য মোহাম্মদ আব্দুল আহাদ। এসময় অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজউকের পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ) মোবারক হোসেন। এছাড়াও উপস্থিতি ছিলেন রাউজক জোন-৫ এর পরিচালক হামিুদল ইসলাম, অথারাইজড অফিসার হাসানুজ্জামান, অথরাইজড অফিসার জান্নাতুল মাওয়া ও অথারাইজড অফিসার আব্দুল্লাহ আল মামুন।
এসময় সেবা গ্রহীতাদের মধ্যে ভবন মালিক, আমমোক্তার গ্রহীতা ও ডেভেলপাররা বক্তব্য উপস্থাপন করেন। সেবা গ্রহীতারা অকুপেন্সি সনদ, ফায়ার বৃদ্ধি, ফায়ার-এর হিসাব সহজীকরণ করার অনুরোধ করেন। একই সঙ্গে ভবনের ব্যত্যয়রোধে এবং অনুমোদিত নকশা অনুযায়ী ভবন নির্মাণে রাজউকসহ সংশ্লিষ্ট সবার সমন্বিত ভূমিকা প্রয়োজন মর্মে উল্লেখ করেন।

Related Articles

Back to top button