টাইমস ২৪ ডটনেট: মে মাসে যুদ্ধে ইউক্রেনের সামরিক বাহিনী ৩৫ হাজারেরও বেশি সৈন্য এবং হাজার হাজার অস্ত্রশস্ত্র হারিয়েছে বলে দাবি করেছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রে বেলোসভ। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটি। শুক্রবার কাজাখস্তানে যৌথ নিরাপত্তা চুক্তি সংস্থার (সিএসটিও) প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে বক্তৃতায় বেলোসভ বলেন, সম্মুখ যুদ্ধে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে মে মাসে ব্যাপক অগ্রগতি লাভ করেছে রাশিয়ান সামরিক বাহিনী।’
রুশ প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী দাবি করেন, উল্লেখযোগ্য সংখ্যক সৈন্য হারানোর পাশাপাশি, মে মাসে কিয়েভ ২৯০টি ট্যাঙ্ক এবং সাঁজোয়া যানসহ ২ হাজার ৭০০টিরও বেশি ভারী অস্ত্রশস্ত্র হারিয়েছে। এর মধ্যে রয়েছে মার্কিন তৈরি চারটি আব্রামস ট্যাঙ্ক, জার্মানির তৈরি সাতটি লেপার্ড এবং ১২টি ব্র্যাডলি। এছাড়া ইউক্রেনের ১১টি বিমান, চারটি হেলিকপ্টার এবং প্রায় ৭৩০টি ফিল্ড আর্টিলারি বন্দুক এবং একাধিক লঞ্চ রকেট সিস্টেম ধ্বংস করেছে রাশিয়ার বাহিনী। বেলোসভ আরও জানান, মে মাসেই রাশিয়ান বাহিনী এক হাজারের বেশি ড্রোন-ইউএভি, ২৫০টিরও বেশি হিমার্স এবং ভ্যাম্পায়ার রকেট, ৮০টিরও বেশি হ্যামার গাইডেড বোমা, ৫০টি এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র এবং আটটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে৷ বেলোসভ বলেন, ‘এই ধরনের হতাহতের শিকার হওয়ার পরে এবং যুদ্ধক্ষেত্রে, বিশেষ করে খারকিভ অঞ্চলে, যেখানে ইউক্রেনীয় বাহিনী ক্রমশ পিছিয়ে যাওয়ার পরে, কিয়েভ তার পশ্চিমা পৃষ্ঠপোষকদের প্রদর্শনের জন্য রাশিয়ার বেসামরিক অবকাঠামোতে আক্রমণের আশ্রয় নিয়েছে।’ আগামী মাসের আন্তর্জাতিক ‘শান্তি সম্মেলনে’ উল্লেখ করে বেলোসভ বলেছেন, ‘জুন মাসের মাঝামাঝি সুইজারল্যান্ডে আসন্ন সম্মেলনের প্রত্যাশায় রাশিয়ার বেসামরিক অবকাঠামোতে হামলার তীব্রতা বাড়ছে।’ রাশিয়াকে এই ‘শান্তি সম্মেলনে’ অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়নি, তবে মস্কো আগেই বলেছে যে তারা কোনওভাবেই এতে যোগ দেবে না। কারণ সম্মেলনটি ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কির ‘শান্তি ফর্মুলাকে’ ঘিরে আবর্তিত হবে, যাকে ‘বাস্তবতা থেকে বিচ্ছিন্ন’ বলে প্রত্যাখ্যান করেছে রাশিয়া।