টাইমস ২৪ ডটনেট: রাজধানীর যানজট নিরসন ও সড়কগুলোতে অবৈধ পার্কিং-ফুটপাত দখলমুক্ত করতে মঙ্গলবার (১৪ মে) সকালে উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা উত্তর জোন ট্রাফিক পুলিশ বিভাগ। এদিন সকাল থেকে আজমপুর ,রবীন্দ্র স্মরনি, কাবাব ফ্যাক্টরী এলাকায় রাস্তার দুপাশে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
আজমপুর ট্রাফিক ইন্সপেক্টর মাসুম জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নির্দেশনা মোতাবেক সড়কের পাশে অবৈধ পার্কিং ও ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা বসাতে দেওয়া যাবে না।
এ সময় ট্রাফিক আইন অমান্য করায় ফুটপাতে থাকা কয়েকটি গাড়ির জরিমানাসহ তালাবদ্ধ ১২ টি ভ্যান ডাম্পিং করা হয়।
উত্তরা ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার নাবিদ কামাল শৈবাল বলেন, সড়কের দুপাশে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন অবৈধভাবে পার্কিং করার পাশাপাশি দোকানের মালামাল ফুটপাতের উপরে রাখার কারণে যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ মানুষের ফুটপাত দিয়ে চলাচল করতে পারে না। মেইন রাস্তায় নেমে চলাচল করতে হয়, যার কারণে যানজটের সৃষ্টি হওয়ার পাশাপাশি ঘটছে দুর্ঘটনা।
এজন্য জনগণকেই সচেতন হতে হবে। ফুটপাত দখলমুক্ত করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। কোনভাবেই ফুটপাতে দখল করে ভ্যান বসানো কার্যক্রম করতে দেওয়া হবে না।