আইন-আদালতচলতি সংবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ১৫ ই এপ্রিল রোজ সোমবার লেটেস্ট নিউজ,গণমাধ্যম,রাজধানী ক্যাটাগরিতে (আপলোড) আপডেট হওয়া বাংলা প্রাইড ২৪ ডটকম নামের একটি অপ্রচলিত অনলাইন পোর্টাল এ কথিত “চাঁদাবাজ ও ভূমিদস্যদের হাত থেকে রক্ষা পেতে রাজমহল রিয়াল এস্টেটের পরিচালক সেলিনার সংবাদ সন্মেলন ” শিরোনাম একটি মনগড়া সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদে অনলাইন পোর্টালটির দ্বায়িত্ববান কেহ আমার বা আমার প্রতিষ্ঠান চট্রগ্রাম টিম্বার কমপ্লেক্স, এর কাহারও নিকট হইতে পক্ষে-বিপক্ষে কোন বক্তব্য নেয়নি। বক্তব্য না নিয়ে একতরফা ভাবে আমার এবং আমার প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায়, আমার এবং আমার প্রতিষ্ঠানের সুনাম এবং মর্যাদা ক্ষুণ হয়। সংবাদে আমার একটি কাল্পনিক বক্তব্য প্রকাশ করা হয়। যা আমি তাদের দেইনি
। আমার বিরুদ্ধে যেই সকল অভিযোগ কথিত সংবাদ সন্মেলনে উল্লেখ করা হয় তা একেবারেই ভিত্তিহীন, আজগুবি এবং বানোয়াট। বরং সেলিনা আক্তার একজন ওয়াদা বরখেলাপকারিনী ও প্রতারক। গত প্রায় ৫ বছর যাবত বায়নানামা করা ফ্লাট আমাকে রেজিস্ট্রী না করে দিয়ে তালবাহানা করে যাচ্ছে। দখলে থাকা ফ্লাট ছাড়তে তার পোষা সন্ত্রাসী বাহিনী দিয়ে হুমকি ধমকী দিচ্ছে। যা সে অতীতে অনেকের সাথেই করেছে, বর্তমানেও করছে বলে জেনেছি। অজ্ঞাত কারণে এমন অব্যবসায়ী পক্ষে ওকালতি করা প্রশ্ন সাপেক্ষ বটে। উল্লেখ্য ঈদুল ফিতরের বন্ধের কারণে প্রতিবাদটি দিতে বিলম্ব হয়। আমি মো: শাখাওয়াত হোসেন উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ এবং প্রত্যাহার চাইছি।
ধন্যবাদান্তে
মো: শাখাওয়াত হোসেন
প্রোপাইটর
চট্রগ্রাম টিম্বার কমপ্লেক্স,
উত্তরখান , ঢাকা – ১২৩০।

টাইমস২৪/প্র-সাং-বি-২০৪১/৪/২০২৪।

Related Articles

Back to top button