মনির আকন টাইমস টোয়েন্টিফোর ডটনেট ঢাকা : বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন মতিঝিল জোনের এসি গোলাম রুহানী।
এর আগে ২৪ শে ফেব্রুয়ারি, অসীম সাহসীকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ “রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সাহসিকতা পেয়েছেন।
গোলাম রূহানী এই প্রতিবেদককে জানান আমি পুলিশে যোগদানের পর থেকে এই কাজটাকে আমার দায়িত্ব হিসেবে নিয়ে কাজ করি। আমি চাই আমার সাধ্যমতো সাধারণ মানুষের সেবা করে যেতে। আমি আমার কর্ম জীবনের শেষ অব্দি আমার সর্বোচ্চ দিয়ে দায়িত্ব পালন করে যাবো ইনশাআল্লাহ তিনি আরও বলেন, আমি চাই বাংলাদেশের জনগণের কাছে পুলিশ একটি আদর্শ ভালোবাসার নামে পরিণত হোক। কারণ আমরা তো জনগণের সেবার জন্যে নিয়োজিত আছি। সেবা দিতে গেলে জনগণের মনে একটা আস্থা-বিশ্বাস ও ভালোবাসার জায়গা তৈরী করাটা প্রয়োজন এবং আমি সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।তিনি কৃতজ্ঞতা জানান সংশ্লিত সকল সিনিয়র কর্মকর্তা তথা বাংলাদেশ পুলিশের প্রতি এবং তার সকল শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন।