মো: মনির আকন, টাইমস ২৪ ডট নেট, ঢাকা,ঈদুল ফিতরের ছুটির আগেই তৈরি পোশাকসহ সব শ্রমিকের পাওনা দিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলামৃ চৌধুরী।
বুধবার (২৭ মার্চ) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি!
নজরুল ইসলাম চৌধুরী বলেন, মালিকপক্ষের সঙ্গে কথা হয়েছে। তারা রাজি হয়েছে। ঈদের আগেই তৈরি পোশাকসহ সব শ্রমিকের উৎসব ভাতা, বেতন পরিশোধ করা হবে।
আলোচনার ভিত্তিতে ঈদের ছুটি পর্যায়ক্রমে দেওয়ার সিদ্ধান্তও হয়েছে বলে জানান নজরুল ইসলাম।
পোশাকের রপ্তানি আয় কমে যাওয়ার আভাস
এর আগেও গত ২০ মার্চ সাংবাদিকের সঙ্গে কথা বলেছিলেন প্রতিমন্ত্রী। সেসময়ও তিনি বলেছিলেন, ঈদের ছুটির আগেই পোশাক শ্রমিকদের চলতি মার্চ মাসের বেতন ও ঈদ বোনাস দেওয়া হবে।
তিনি আরও বলেছিলেন, ঈদের আগে কোনো শ্রমিক ছাঁটাই করতে পারবে না কারখানাগুলো।পাশপাশি ঈদের ছুটির আগে পোশাক শ্রমিকদের মার্চ মাসের বেতন ও উৎসব ভাতা দিতে হবে।