সারাদেশ

কালিয়াকৈরে অগ্নিকান্ডে ঝুট গুদামসহ ৪০ কক্ষ পুড়ে ছাই

সোহেল রানা, কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকান্ডে ঝুটের গোডাউনসহ পাশে থাকা দুইটি আবাসিক কলোনির ৪০ টি কক্ষ পুড়ে ছাই হয়েছে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও কোনাবাড়ি ফায়ার সার্ভিসের ১ টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ২ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার দিবাগত রাত দেড়টার দিকে কালিয়াকৈর পৌরসভার চান্দরা পল্লীবিদ্যুৎ উত্তরপাড়া ফুটবল মাঠ এলাকার ঝুট ব্যবসায়ী জনি মিয়ার গুদামে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুনের লেলিহান জনি মিয়ার একটি কলোনী ও সোহেল রানা নামে এক ব্যক্তির আবাসিক কলোনিতে ছড়িয়ে পরে। এতে দুই কলোনীর ৪০ টি কক্ষ আগুনে পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান , বাড়ির মালিক ফায়ার সার্ভিস সূত্র জানান, দেড়টার দিকে প্রথমে জনি মিয়ার ঝুট গোডাউনে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। পরে মূহুর্তেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। আগুন দেখে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেন। ততক্ষণে আগুন পাশের দুইটি কলোনিতে ছড়িয়ে পড়ে। এসময় ওই কলোনিতে থাকা লোকজন আতঙ্কিত হয়ে বের হয়ে আসে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন।তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে আগুনে ক্ষতিগ্রস্তদের দাবী ক্ষয়ক্ষতির পরিমান প্রায় আড়াইকোটি টাকা ।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি।

Related Articles

Back to top button