টাইমস ২৪ ডটনেট, ঢাকা: রাজধানীর আরজতপাড়া ও মহাখালী এলাকায় অবৈধ ভবন উচ্ছেদ অভিযান করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সোমবার (২৫মার্চ ) দুপুর ০১টা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়ে শেষ হয় বিকেলে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক জোন ৪/১) এর মোবাইল কোর্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার বলেন, ০১টি নির্মাণাধীন ইমারতের অবৈধ অংশ আংশিক অপসারণ করা হয় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ইমারতের ব্যত্যয়কৃত অংশ ভবন মালিকগণ নিজ উদ্যোগে আগামী ৩০(ত্রিশ) দিনের মধ্যে ভেঙ্গে অপসারণ করবেন মর্মে ৩০০ টাকার ননজুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা প্রদান করা হয়। রাজকের উচ্ছেদ অব্যাহত থাকবে বলে তিনি জানান। মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজউক জোন ৪/১ এর অথরাইজড অফিসার ইমরুল হাসান ও
সহকারী অথরাইজড অফিসার মো. শাহজাহান খান, সহকারী অথরাইজড অফিসার এজাজ আহমেদ প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শকসহ রাজউকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।