টাইমস ২৪ ডটনেট: ব্রিটিশ ও মার্কিন বাহিনী নতুন করে ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হুদাইদা প্রদেশে বিমান হামলা চালিয়েছে। শুক্রবার সকালের দিকে হুদাইদা প্রদেশের আল-জামানা, আল-তায়িফ এবং আল-কাসিফ অঞ্চলে এই হামলা চালানো হয় বলে ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেল খবর দিয়েছে। হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা পরিষ্কারভাবে জানা যায়নি। এর আগের দিনও মার্কিন সামরিক বাহিনী জানিয়েছিল, তারা ইয়েমেনের বিভিন্ন অবস্থানে হামলা চালিয়েছে। আমেরিকা দাবি করছে, লোহিত সাগরে জাহাজ চলাচলের স্বাধীনতা রক্ষার জন্য তারা ইয়েমেনের সামরিক বাহিনীর ওপর হামলা চালাচ্ছে।
৭ অক্টোবর গাজার প্রতিরোধ যোদ্ধাদের সাথে দখলদার ইসরাইলের সামরিক সংঘাত শুরুর পর থেকে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী লোহিত সাগরে ইসরাইলি জাহাজ কিংবা ইসরাইল অভিমুখী যেকোন দেশের জাহাজে হামলা চালানোর ঘোষণা দিয়েছে। এ পর্যন্ত ইসরাইলের মালিকানাধীন এবং ইসরাইল অভিমুখী বেশ কয়েকটি জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের সেনারা। আমেরিকা দাবি করছে, ইয়েমেনি সেনাদের এই তৎপরতায় লোহিত সাগর এলাকার পরিবেশ জাহাজ চলাচলের জন্য অনিরাপদ হয়ে উঠেছে। ইয়েমেনের যোদ্ধারা বলছে, ইসরাইলের প্রতি সমর্থনের অংশ হিসেবেই আমেরিকা ও ব্রিটেনের সামরিক বাহিনী ইয়েমেনের ওপর হামলা চালাচ্ছে। তবে মার্কিন ও ব্রিটিশ বাহিনীর হামলার কারণে তারা ইসরাইল-বিরোধী অভিযান বন্ধ করবে না।
সূত্র: পার্সটুডে।