topআন্তর্জাতিক

দক্ষিণ সুদানে জমি নিয়ে বিরোধের জেরে ১৮ জনকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ সুদানের পশ্চিমাঞ্চলীয় বাহর এল গাজল রাজ্যে জমি নিয়ে বিরোধের জেরে ১৮ জনকে হত্যার ঘটনা ঘটেছে। রাজ্যের অন্তর্বতীকালীন গভর্নর আর্কেঞ্জেলো আনিয়ার এ তথ্য জানিয়েছেন। খবর- এএফপি’র। আর্কেঞ্জেলো জানান, প্রতিবেশি দেশের ওয়ারাপ রাজ্য থেকে আসা সশস্ত্র যুবকরা জমির অধিকার নিয়ে বিরোধের জের ধরে থারকুয়েং পায়ামের একটি স্থানীয় বাজার, বাড়িঘর এবং একটি বাজার পুড়িয়ে দিয়েছে। এ সময় ১৮ জন প্রাণ হারান।তিনি জানান, নিহতদের মধ্যে শিশু, নারী এবং বয়স্ক মানুষ রয়েছে। তারা পালাতে না পারায় তাদের পুড়িয়ে মারা হয়।তিনি আরও জানান, সেখানে হামলায় প্রায় ২,০০০ মানুষ গৃহহীন হয়ে পড়েছে।
এদিকে দক্ষিণ সুদানের ওয়ারাপ এবং লেক রাজ্যে প্রতিদ্বন্দ্বী গ্রুপের মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়ায় গত বুধবার ৩৯ জন নিহত এবং আরো কয়েক ডজন মানুষ আহত হন।বৃহৎ তেলের মজুদ থাকা সত্ত্বেও বিশ্বের একেবারে দরিদ্র দেশগুলোর অন্যতম দক্ষিণ সুদান একটি জাতি হিসেবে তাদের জীবনের প্রায় অর্ধেক যুদ্ধে কাটিয়েছে। এছাড়াও দেশটিকে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, ক্ষুধা, অর্থনৈতিক মন্দা এবং সাম্প্রদায়িক সংঘাত মোকাবিলা করতে হয়েছে।

 

Related Articles

Back to top button