টাইমস ২৪ ডটনেট: অবরুদ্ধ গাজার খান ইউনুসে নতুনকরে হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। সেখানে জঙ্গিবিমান ও কামানের পাশাপাশি ড্রোন থেকেও একযোগে বোমা ও গোলা বর্ষণ করা হয়েছে। আল-মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে, আজ ভোরে খান ইউনুসের পশ্চিমাঞ্চলে বেসামরিক মানুষের ওপর ড্রোন থেকেও হামলা চালানো হয়েছে।
ড্রোন হামলায় সেখানে তিন নারী ও শিশুসহ ১২ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলনগুলো জানিয়েছে, খান ইউনুসের পশ্চিম অংশে আগ্রাসী বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামীদের তীব্র সংঘর্ষ চলছে। রক্তপিপাসু ইসরাইলি বাহিনী সামনে দিকে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু প্রতিরোধ সংগ্রামীদের পাল্টা আঘাতের কারণে তাদের অগ্রযাত্রা থেমে গেছে।
এছাড়া, ফিলিস্তিনের ইসলামি জিহাদের সামরিক শাখা আল-কুদস ব্রিগেডস জানিয়েছে, খান ইউনুসের পূর্ব ও মধ্যাঞ্চলে ইসরাইলের সেনা জমায়েতে হামলা চালানো হয়েছে। বিভিন্ন রকেটের সাহায্যে তাদের ওপর কঠিন আঘাত হানা হয়েছে। এর ফলে কয়েক জন ইসরাইলি সেনা নিহত হওয়ার পাশাপাশি একটি মেরকাভা ট্যাঙ্ক ধ্বংস হয়েছে।
সূত্র: পার্সটুডে।