সারাদেশ

ডাক্তার মওলা বক্স চৌধুরীর এক্সক্লোসিভ সাক্ষাতকার

মুহাম্মদ আলী, টাইমস ২৪ ডটনেট: দিনাজপুর সরদারপাড়ায় জন্মগ্রহণ করেন ডাক্তার মওলা বক্স চৌধুরী। তার পিতা মরহুম করিম বক্স চৌধুরী প্রাক্তন জেলা শিক্ষা অফিসার । সহধর্মিনী সুলতানা মরিয়ম জেসমিন আটোয়ারী গোলাম হাফেজ ডিগ্রী কলেজের প্রভাষক । দুই পুত্র সন্তান দেশের বাইরে থাকেন । তিনি দশম বিসিএস স্বাস্থ্য সুপারিশ প্রাপ্ত হয়ে ১৯৯১ সালে ১১ ডিসেম্বর পঞ্চগড় জেলা আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যোগদান করেন । ২০১৭ সালে দিনাজপুর মেডিকেলে সিভিল সার্জনের দায়িত্ব পালন করেন । ২০১৮ সালে উপ-পরিচালক ও প্রোগ্রাম ম্যানেজার ই পি আই স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী ঢাকা কর্মরত অবস্থায় অবসরে যান । সহধর্মীদের চাকুরীর সুবাদে ও আটোয়ারীর জনগনের ভালোবাসার টানে পুনরায় আটোয়ারীতে নিজস্ব চেম্বারে চিকিৎসা সেবা প্রদান করছেন । এলাকার মানুষ এইরকম মানবিক ডাক্তার পেয়ে মহা খুশি । তিনি বহু সমাজ সেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত । আটোয়ারী উপজেলার ও পার্শ্ববর্তী এলাকায় আগুনে পুড়ে যাওয়া বাড়িগুলোতে খাবার পরিধানের বস্ত্র টিন হাড়িকেন শিশুদের বই খাতা কলম খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রচুর প্রচুর আর্থিক সহায়তা করেছেন অসহায় দুস্ত রোগীদের ফ্রিতে চিকিৎসা ব্যবস্থা করেছেন এ রকম অগণিত মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের ইতিহাস বিদ্যমান মানবঅধিকার টিভির অনুসন্ধান টিভির সাক্ষাতকারে এসব কথা বলেন।

Related Articles

Back to top button