চলতি সংবাদ

বাণিজ্য মেলার জন্য বিআরটিসি বাস সার্ভিসের উদ্বোধন

টাইমস ২৪ ডটনেট, ঢাকা: পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আজ রোববার থেকে শুরু হয়েছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। নিরাপদ ও সাশ্রয়ী ভাড়ায় মেলায় যাতায়াতের জন্য তৃতীয়বারের মতো বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)।রোববার দুপুরে মেলা প্রাঙ্গণে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম। রাজধানীর কুড়িল বিশ্বেরোড, খেজুর বাগান (ফার্মগেট), নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে বাণিজ্য মেলার উদ্দেশে বিআরটিসি বাস ছেড়ে যাবে। মেলা শেষে নির্দিষ্ট রুটগুলোতে যাত্রীদের নিরাপদে পৌঁছে দিবে বিআরটিসি। মেলাকে কেন্দ্র করে প্রতিদিন প্রায় ৬০টি বাস চলাচল করবে এবং ছুটির দিনে প্রায় ২০০ বাস চলাচল করবে। কুড়িল বিশ্বরোড হতে মেলা প্রাঙ্গণ পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা, খেজুর বাগান (ফার্মগেট) থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা। নারায়ণগঞ্জ হতে মেলা প্রাঙ্গণ পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ১২০ টাকা। নরসিংদী থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ৯০ টাকা। মেলায় আগত দর্শনার্থীদের নিরাপদে যাতায়াত নিশ্চিতকরণের লক্ষ্যে চেয়ারম্যান, বিআরটিসির প্রত্যক্ষ নির্দেশনায় মেলার প্রথম দিন থেকে শেষদিন পর্যন্ত নির্দিষ্ট রুটগুলোতে বিআরটিসির এই শ্যাটল বাস সার্ভিস অব্যাহত থাকবে। যৌথভাবে মেলার আয়োজন করেছে বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো। রোববার দুপুর ১২টা ৫ মিনিটে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Related Articles

Back to top button