topআন্তর্জাতিক

ইয়েমেনে ব্রিটিশ-মার্কিন হামলা আঞ্চলিক উত্তেজনা বাড়াবে

ইসরাইলকে তুলোধুনো করল চীন

টাইমস ২৪ ডটনেট: জাতিসংঘে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝ্যাং জুন বলেছেন, ইয়েমেনের ওপর আমেরিকা এবং ব্রিটেনের সেনারা যে হামলা চালাচ্ছে তাতে অবধারিতভাবে আঞ্চলিক উত্তেজনা বেড়ে যাবে। এই হামলার মারাত্মক পরিণতি সম্পর্কেও তিনি সতর্ক করেন। শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে এসব কথা বলেন চীনা রাষ্ট্রদূত। এর আগের দিন রাতে আমেরিকা ও ব্রিটিশ বাহিনী ইয়েমেনের ওপর টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়।ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইসরাইল যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালীতে ইসরাইলের মালিকানাধীন কিংবা ইসরাইল অভিমুখী জাহাজে হামলা চালিয়ে আসছে। এই অজুহাতে আমেরিকা এবং ব্রিটেন ইয়েমেনের ওপর হামলা চালিয়েছে।হামলার বিষয়ে চীনা রাষ্ট্রদূত জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বলেন, “আমরা সব পক্ষকে জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইন কার্যকরভাবে মেনে চলার আহ্বান জানাই। একই সাথে তাদের লোহিত সাগরে এবং মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তা রক্ষার প্রচেষ্টা চালানো উচিত।”
প্রচণ্ড যুদ্ধের মধ্যে গাজার মানুষের জন্য মানবিক সহায়তা দিতে না পারার কারণে জাতিসংঘের বিরুদ্ধে ইসরাইলের কপট অভিযোগ সম্পর্কেও কথা বলেন চীনা রাষ্ট্রদূত। তিনি বলেন, “ইসরাইলই গাজার ওপর নির্বিচারে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে এবং মানবিক ত্রাণ প্রবেশে বাধা সৃষ্টি করেছে।”

সূত্র: পার্সটুডে।

Related Articles

Back to top button