topআন্তর্জাতিক

নাগরিকদের রাশিয়া-ইউক্রেন যাওয়া বন্ধ করল নেপাল

আন্তর্জাতিক ডেস্ক: কাজের জন্য রাশিয়া ও ইউক্রেনে গিয়ে সেনাবাহিনীতে যুক্ত হয়ে যুদ্ধে যোগ দিয়েছেন নেপালের অনেক নাগরিক। বিষয়টি ফাঁস হওয়ার পর নিজ নাগরিকদের ‘কাজের জন্য’ রাশিয়া-ইউক্রেন যাওয়া বন্ধ করে দিয়েছে নেপাল সরকার। শুক্রবার (৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নেপালি সংবাদমাধ্যম হিমালয়ান টাইমস। দেশটির সরকার জানিয়েছে, বেশিরভাগ নেপালি রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছেন। এরমধ্যে অনেকে প্রাণও হারিয়েছেন বলেও খবর পাওয়া গেছে। এখন এ বিষয়টি নিয়ে বিষদ তদন্ত করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, যুদ্ধে এখন পর্যন্ত ১০ নেপালি নিহত হয়েছেন এবং চারজন ইউক্রেনের সেনাদের হাতে আটক হয়েছেন।কাজের সন্ধানে প্রতি বছর লাখ লাখ নেপালি বিশ্বের অন্যান্য দেশে যান। তবে কাজের জন্য যেতে হলে সরকারের কাছ থেকে তাদের অনুমতি নিতে হয়। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে রাশিয়া-ইউক্রেনে যারা যেতে চান তাদের অনুমতি প্রদান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
এছাড়া ধারণা করা হয় ইউক্রেনের হয়েও যুদ্ধ করছেন বেশ কয়েকজন নেপালি। তবে এ বিষয়টি নিশ্চিত করেনি সরকার।গত বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন একটি ডিক্রি জারি করেন। ওই ডিক্রিতে বলা হয়েছে, যেসব বিদেশি রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করবেন তাদের এবং তাদের পরিবারের সব সদস্যকে রাশিয়ার নাগরিকত্ব দেওয়া হবে। মূলত সামরিক দক্ষতাসম্পন্ন বিদেশিদের আকৃষ্ট করতে এই ডিগ্রি জারি করেছেন রুশ প্রেসিডেন্ট।

সূত্র: দ্য হিমালয়ান টাইমস।

Related Articles

Back to top button