টাইমস ২৪ ডটনেট: উন্নয়নের মূলমন্ত্র বিষয়ক প্রকল্পটি ৩ মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষন পরিচালনা হবে । কম্পিউটার ব্যাসিক প্রশিক্ষন পরিচালনা হবে। কম্পিউটার ব্যাসিক প্রশিক্ষন মূলত একজন মানুষকে স্বাবলম্বী হতে সাহায্য করবে । কম্পিউটার প্রশিক্ষনের মাধ্যমে দেশে বিদেশে আয় রোজগার করে স্বাবলম্বী হতে পারবে । বাংলাদেশ দুঃস্থ নারী ও শিশু কল্যান ট্রাষ্ট মূলত অসহায় দুঃস্থ, হত দ্ররিদ্র মানূষদের নিয়ে কাজ করে আসছে । বাংলাদেশের নারীরা অনেক অসহায় । তারা যদি নিজেরা আর্থ কর্মসংস্থান সূষ্টির মাধ্যমে নিজেদেরকে স্বাবলম্বী করে গডে তুলতে পারবে । তারা নিজেদের কে যোগ্য করে তুলতে পারবে । সমাজে তারা নিজেদের কে অবস্থান অবদান রাখতে পারবে । আজকে আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নারীউন্নয়ন বিষয়ক প্রকল্পটি শুভ উদ্ভোধন ।